অনলাইন থেকে পাসপোর্টের জন্য আবেদন

পাসপোর্ট হল আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি যার সাহায্যে আমরা এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে পারি। পাসপোর্ট ছাড়া এক দেশ থেকে অন্য দেশে ভ্রমন একেবারে অসম্ভব। বর্তমানে অনলাইনের মাধ্যমে পাসপোর্টের আবেদন করা অনেক সহজ হয়ে গেছে। আমরা ঘরে বসে কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজ অনলাইনে জমা দেওয়ার মাধ্যমে পাসপোর্টের জন্য আবেদন করতে পারি। আমাদের এই পোস্টে আমরা অনলাইনে পাসপোর্ট আবেদন করার প্রত্যেকটি ধাপ বর্ণনা করবো।

সপোর্টের জন্য আবেদন
পাসপোর্টের জন্য আবেদন

ধাপ ১ঃ পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইট এ প্রবেশ

অনলাইন এ আবেদন করার জন্য আমাদের সবার প্রথমে বাংলাদেশ ই পাসপোর্ট এর অফিসিয়াল ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে। আপনাকে সেখানে Apply Online এ ক্লিক করতে হবে।

ধাপ ২ঃ নিবন্ধন ও লগইন

আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে সেখানে একটি একাউন্ট খুলতে হবে। এই ক্ষেত্রে আপনার দরকার হবে একটি ইমেল, একটি নাম্বার। একাউন্ট খুলে user name and password দিয়ে লগইন করতে হবে।

Related Post

NID Card Download Bangladesh Free Online

ধাপ ৩ঃ আবেদন ফর্ম পুরন

এই ধাপে আপনাকে একটি আবেদন ফর্ম পুরন করতে হবে। আবেদন ফর্মে আপনার নাম, ঠিকানা সহ পরিচয় সম্পর্কিত সকল তথ্য দিতে হবে।

পাসপোর্টের ধরন সাধারন জরুরী
মেয়াদ ৫ বছর ১০ বছর
পরিচয়পত্র NID Card Birth Certificate

ধাপ ৪ঃ প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড

প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো হলঃ

  • NID Card
  • Birth Certificate
  • Passport Size Photo

বিঃদ্রঃ সকল ডকুমেন্ট এর ছবি স্কান করে PDF বা JEG ফরম্যাটে আপলোড করতে হবে।

ধাপ ৫ঃ টাকা প্রদান

পাসপোর্ট এর জন্য আবেদন করার জন্য প্রয়োজনীয় টাকা প্রদান করতে হবে। এই ক্ষেত্রে আপনি চাইলে ব্যাংক বা মোবাইল বাংকিং এর মাধ্যমে টাকা প্রদান করতে পারবেন।

ধাপ ৬ঃ পাসপোর্ট অফিস এ যোগাযোক

অনলাইনে আবেদন করার নির্দিষ্ট সময় পর আপনাকে পাসপোর্ট অফিস এ যেতে হবে। সেখানে আপনার আঙ্গুল এর ছাপ ও ছবি সংগ্রহ করা হবে।

ধাপ ৭ঃ পাসপোর্ট গ্রহন

সকল প্রকিয়া শেষ হওয়ার পর আপনাকে জানানো হবে এবং একটি নির্দিষ্ট সময় পর আপনি পাসপোর্ট গ্রহন করতে পারবেন।

শেষ কথা

অনলাইনে পাসপোর্ট এর জন্য আবেদন করা অনেক সহজ এবং কম সময় লাগে। উপরের ধাপ অনুসারন করার মাধ্যমে আপনি ঘরে বসেই আবেদন করতে পারবেন। আবেদন করার সময় সতর্কতা অবলম্বন করবেন। আশা করি আমাদের এই পোস্ট আপনার কাজে লেগেছে। ধন্যবাদ।

2 thoughts on “অনলাইন থেকে পাসপোর্টের জন্য আবেদন”

Leave a Comment