Banglalink Minute Check Code - বাংলালিংক মিনিট চেক করার সহজ পদ্ধতি

বাংলাদেশ এর সবচাইতে জনপ্রিয় মোবাইল অপারেটর এর মধ্যে বাংলালিংক অন্যতম। আমারা অনেক সময় সিম ব্যাবহার করে থাকি কিন্তু অনেকেই হয়তো জানি না কিংবা আমাদের মনে থাকে না কিভাবে 
বাংলালিংক মিনিট চেক (Banglalink Minute Check) করা যায়। আজকে এই পোস্ট এর মাধ্যমে আপনাদের বলা হবে কিভাবে আপনারা বাংলালিংক মিনিট চেক করতে পারবেন। 

Banglalink Minute Check Code - বাংলালিংক মিনিট চেক করার সহজ পদ্ধতি
Banglalink Minute Check Code - বাংলালিংক মিনিট চেক করার সহজ পদ্ধতি 



Banglalink Minute Check Code - বাংলালিংক মিনিট চেক করার কোড 

বাংলালিংক মিনিট চেক করার জন্য আপনাকে ডায়াল প্যাড হতে একটি কোড ডায়াল করতে হবে

 বাংলালিংক মিনিট চেক করার কোড হলো  

*5000*500#

এই কোড সবার জন্য প্রযোজ্য। এই কোড ডায়াল করলে আপনি আপনার স্ক্রিন এ আপনার অবশিষ্ট মিনিট দেখতে পারবেন। 


অ্যাপ এর মাধ্যমে বাংলালিংক মিনিট চেক করার পদ্ধতি 

  • প্রথমে My Banglalink app ডাউনলোড করে নিতে হবে
  • আপনার নাম্বার অ্যাড করে OTP দিয়ে লগ ইন করতে হবে। 
  • হোম স্ক্রিন এ আপনি আপনার অবশিষ্ট মিনিট দেখতে পারবেন 
আপনি চাইলে এই লিংক এ ক্লিক করে ডাউনলোড করতে পারবেন 

মিনিট চেক করার প্রয়োজনীয়তা 

  • আপনি আপনার অবশিষ্ট মিনিট সম্পর্কে অবিহিত থাকবেন। 
  • মিনিট শেষ হওয়ার আগে জানতে পারবেন, ফলে টাকা নষ্ট হবে না। 
  • আপনার প্রয়োজন অনুযায়ী আপনি মিনিট কিনতে পারবেন
আমাদের অন্যান্য পোস্ট 

বাংলালিংক মিনিট সম্পর্কিত প্রশ্ন FAQ

প্রশ্নঃ বাংলালিংক মিনিট চেক করতে কি টাকা লাগে? 
উত্তরঃ না কোন টাকার দরকার নেই। 

প্রশ্নঃ বাংলালিংক মিনিট চেক করতে কত সময় লাগে?
উত্তরঃ ১০ সেকেন্ড এর কম সময়। 

প্রশ্নঃ My Banglalink app কোথায় থেকে ডাউনলোড করবো? 

উত্তরঃ প্লে স্টোর এ পেয়ে যাবেন। 

শেষ কথা 

আমাদের এই পোস্ট টি হলো বাংলালিংক মিনিট চেক করার সহজ পদ্ধতি  আপনাকে জানানো। আমাদের লেখায় কোন ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। 



















Post a Comment

0 Comments