বাংলাদেশ এর সবচাইতে জনপ্রিয় মোবাইল অপারেটর এর মধ্যে বাংলালিংক অন্যতম। আমরা আমাদের প্রতিদিনের কাজে যখন আমাদের কারো সাথে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যাবহার করার দরকার থাকে তথন আমরা মিনিট কিংবা এমবি রিচার্জ করে ব্যাবহার করে থাকি, কিন্তু আমাদের মধ্যে অনেকই জানে না কিভাবে বাংলালিংক মিনিট চেক (Banglalink Minute Check) বা বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স (Banglalink Internet Balance Check) কিংবা অন্যান্য প্রয়োজনীয় কোড সম্পর্কে আমরা জানি না।
আজকের এই ব্লগ পোস্ট এ আপনাদের জানানো হবে বাংলালিংক মিনিট চেক করার কোড (Banglalink Minute Check code) বা বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স কোড চেক করার কোড (Banglalink Internet Balance Check code) এর পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ কোড যা একজন বাংলালিংক সিম ব্যাবহারকারীর অবশ্যই জানা উচিত।
![]() |
Banglalink Minute Check Code - বাংলালিংক মিনিট চেক করার কোড ও সহজ পদ্ধতি |
আজকের আমাদের এই ব্লগ পোস্ট এ জানতে পারবেন, বাংলালিংক মিনিট চেক করার কোড, বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড সহ বাংলালিংক নাম্বার, ইমার্জেন্সি ইন্টারনেট ব্যালেন্স কোড , ইমার্জেন্সি ব্যালেন্স কোড , কাস্টমার কেয়ার নাম্বার ইত্যাদি। আরও জানতে পারবেন কিভাবে কোড ছাড়াই সহজে MY BL APP এ এইসব জানতে পারবেন।
Banglalink Minute Check Detail
অনেক সময় আমাদের কাছে ইন্টারনেট না থাকবার জন্য আমরা অ্যাপ আর মাধ্যমে আমাদের সিম এ থাকা মিনিট সম্পর্কে জানতে পারি না, ফলে আমাদের অনেক ভোগান্তিতে ভুগতে হয়ে থাকে, কিন্তু আমরা ইন্টারনেট ছাড়াই কোড ব্যাবহার করে অল্প সময়ের মধ্যেই জানতে পারতে পারি।
Check Banglalink Minute Balance Using USSD Codes - বাংলালিংক মিনিট চেক করার কোড
বাংলালিংক মিনিট চেক করার জন্য আপনাকে ডায়াল প্যাড হতে একটি কোড ডায়াল করতে হবে
বাংলালিংক মিনিট চেক করার কোড হলো *124*2#
এই কোড সবার জন্য প্রযোজ্য। এই কোড ডায়াল করলে আপনি আপনার স্ক্রিন এ আপনার অবশিষ্ট মিনিট দেখতে পারবেন।
All Banglalink SIM Codes- বাংলালিংক সিমের সকল কোড সমূহ
বাংলালিংক সিমের অন্যান্য সকল প্রয়োজনীয় কোডগুলো হলোService Name | Service Code |
---|---|
মিনিট চেক করার কোড | *124*2# |
ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড | *5000*500# |
নাম্বার চেক করার কোড | *511# |
ইন্টারনেট অফার চেক করার কোড | *5000# |
ইমার্জেন্সি ইন্টারনেট ব্যালেন্স কোড ( 12 Mb 2 Days 5 Tk) | *875# |
ইমার্জেন্সি ব্যালেন্স চেক করার কোড | *874# |
কাস্টমার কেয়ার নাম্বার | 121 |
Check Banglalink Minute Balance By MY BL APP
আপনি চাইলে আরও অল্প সময় কিংবা সহজেই মিনিট চেক করতে পারবেন অ্যাপ ব্যাবহার করার মাধ্যমে। সবচেয়ে সহজ মাধ্যম মিনিট চেক করার মাধ্যম হলো My Banglalink অ্যাপ। অ্যাপ ব্যাবহার করে আপনি চাইলে অনেক কম সময়ে এবং সহজে Banglalink Minute Balance চেক করতে পারবেন।
অ্যাপ এর মাধ্যমে বাংলালিংক মিনিট চেক করার পদ্ধতি
- প্রথমে My Banglalink app ডাউনলোড করে নিতে হবে
- আপনার নাম্বার অ্যাড করে OTP দিয়ে লগ ইন করতে হবে।
- হোম স্ক্রিন এ আপনি আপনার অবশিষ্ট মিনিট দেখতে পারবেন
আপনি চাইলে এই লিংক এ ক্লিক করে ডাউনলোড করতে পারবেন
মিনিট চেক করার প্রয়োজনীয়তা
- আপনি আপনার অবশিষ্ট মিনিট সম্পর্কে অবিহিত থাকবেন।
- মিনিট শেষ হওয়ার আগে জানতে পারবেন, ফলে টাকা নষ্ট হবে না।
- আপনার প্রয়োজন অনুযায়ী আপনি মিনিট কিনতে পারবেন
আমাদের অন্যান্য পোস্ট
The Ways To Earn Money From Google
Banglalink Internet Balance Check – Easy Methods (বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করার সহজ পদ্ধতি)
বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড- Banglalink Internet Balance Check code
বাংলালিংক এ ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড হলো *5000*500# ,ইন্টারনেট ব্যালেন্স জানার জন্য আপানার ফোনের ডায়াল প্যাড এ গিয়ে ডায়াল করুন *5000*500#।
বাংলালিংক নাম্বার চেক করার কোড- Banglalink Number Check Code
আপনার বাংলালিংক সিম এর নাম্বার চেক করার জন্য আপনি আপনার ফোনের ডায়াল প্যাড এ গিয়ে ডায়াল করুন *511# , বাংলালিংক নাম্বার চেক করার কোড *511#
বাংলালিংক ইন্টারনেট অফার চেক করার কোড - Banglalink Internet Offer Check Code
বাংলালিংক ইন্টারনেট অফার চেক করার কোড *5000#, বাংলালিংক এ ইন্টারনেট অফার চেক করার জন্য আপনার ফোনের ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *5000#বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার- Banglalink Customer Care Number
বাংলালিংক এর কাস্টমার কেয়ার নাম্বার 121 , কাস্টমার কেয়ার এর সাথে যোগাযোগ করার জন্য ডায়াল করুন 121 নাম্বারে। ।
বাংলালিংক মিনিট সম্পর্কিত প্রশ্ন FAQ
প্রশ্নঃ বাংলালিংক মিনিট চেক করতে কি টাকা লাগে?
উত্তরঃ না কোন টাকার দরকার নেই।
প্রশ্নঃ বাংলালিংক মিনিট চেক করতে কত সময় লাগে?
উত্তরঃ ১০ সেকেন্ড এর কম সময়।
প্রশ্নঃ My Banglalink app কোথায় থেকে ডাউনলোড করবো?
উত্তরঃ প্লে স্টোর এ পেয়ে যাবেন।
শেষ কথা
আমাদের এই পোস্ট টি হলো বাংলালিংক মিনিট চেক করার সহজ পদ্ধতি আপনাকে জানানো। আমাদের লেখায় কোন ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।
0 Comments