How To Check Banglalink Internet Balance, কিভাবে বাংলালিংক এ ইন্টারনেট ব্যাল্যান্স চেক করবেন। বাংলালিংক মোবাইল অপারেটর বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোবাইল অপারেটর। আমরা অনেকেই কম বেশি বাংলালিংক সিম ব্যাবহার করে থাকি। কিন্তু অনেকেই আছি যারা জানি না কিভাবে বাংলালিংক এ ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারি না। ইন্টারনেট ব্যাবহার করার সময় হুট করে ইন্টারনেট ব্যালেন্স শেষ হয়ে গেলে আমাদের সিম থেকে অতিরিক্ত টাকা কেটে নেয়। তাই বাংলালিংক এ ইন্টারনেট ব্যালেন্স নিয়মিত চেক করা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। আজকে আমাদের এই ব্লগ পোস্ট এ আপনাদের জানানো হবে আপনারা কিভাবে বাংলালিংকে ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন।
3 Simple Ways to Check Banglalink Internet Balance (বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করার ৩টি সহজ উপায়)
1. USSD Code Method
আপনি আপনার মোবাইলে বাংলালিংক সিম দিয়ে *5000*500# ডায়াল করার মাধ্যমে চেক করতে পারেন
ডায়াল করার সাথে সাথে একটি এসএমএস আসবে সেখান থেকে আপনি সহজেই ইন্টারনেট ব্যাল্যান্স জানতে পারবেন। এই কোডটি সার্বজনীন অর্থাৎ সকলের জন্য এই কোড। সবাই এই কোড ব্যাবহার করতে পারবেন।
2. SMS Method
আপনি চাইলে আপনার বাংলালিংক সিম দিয়ে “MB” লিখে 5000 সেন্ড করতে পারবেন।
3. MyBL App Method
আপনি চাইলে প্লে স্টোর থেকে MyBL (My Banglalink) অ্যাপ ডাউনলোড করে নাম্বার ও OTP দিয়ে লগইন করলে স্ক্রিন এ সহজেই ইন্টারনেট ব্যাল্যান্স চেক করতে পারবেন অথবা নিচের দেওয়া লিংক এ ক্লিক করতে পারেন
https://play.google.com/store/apps/details?id=com.arena.banglalinkmela.app&hl=en&gl=US
Quick Codes for Banglalink Users
Banglalink MB Check Code is *5000*500#
Banglalink Internet Package Check Code is *5000#
Banglalink Minute Check Code - বাংলালিংক মিনিট চেক করার সহজ পদ্ধতি
The Ways To Earn Money From Google
বাংলালিংক ইন্টারনেট সম্পর্কিত প্রশ্ন
প্রশ্নঃ ইন্টারনেট চেক করতে কি টাকা লাগবে??
উত্তরঃ না কোন টাকা লাগবে না।
প্রশ্নঃ ইন্টারনেট চেক করতে কত সময় লাগতে পারে??
উত্তরঃ ১০ সেকেন্ড এর কম সময়।
প্রশ্নঃ সহজ পধতি কোনটি??
উত্তর অ্যাপ এর মাধ্যমে।
0 Comments