Banglalink Mb Check Code- বাংলালিংক এমবি চেক করার নিয়ম

বাংলাদেশর অন্যতম জনপ্রিয় মোবাইল অপারেটর বাংলালিংক। আমার প্রতিদিন যোগাযোগ কিংবা ইন্টারনেট ব্যবহারের জন্য বাংলালিংক সিম ব্যবহার করে থাকি। আমরা বাংলালিংক এ MB কিনে ইন্টারনেট ব্যবহার করলেও, আমাদের মধ্যে অনেকেই আছে যারা জানে না কিভাবে বাংলালিংক এ এমবি চেক করা যায়, বা বাংলালিংক এ এমবি চেক করার কোড কি।

Banglalink Mb Check Code- বাংলালিংক এমবি চেক করার নিয়ম



আজকের এই পোস্টটি তাদের জন্য যারা বাংলালিংক এ এমবি চেক করার কোড জানতে চায়।

যারা বাংলালিংক এ এমবি চেক করতে চান, আপনারা আপনাদের ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *৫০০০*৫০০#

Banglalink MB Check Code USSD

বাংলালিংক এ এমবি চেক করার জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইল এর ডায়াল প্যাড এ যেতে হবে এবং আপনাকে ডায়াল করতে হবে *5000*500# । এইভাবেই আপনি কোড ব্যাবহার করে আপনার অবশিষ্ট এমবি সম্পর্কে জানতে পারবেন।

Banglalink mb check code *5000*500#, to check banglalink mb dial *5000*500#

Banglalink MB Check By SMS

আপনার মেসেজ বক্স এ গিয়ে টাইপ করুন MB, এবং পাঠিয়ে দিন ৫০০০ নাম্বার এ । এর পর আপনাকে একটি বার্তা পাঠানো হবে, সেখানে আপনার অবশিষ্ট এমবি দেখানো বা বলে দেওয়া হবে।

Banglalink MB Check By My BL App

অন্যান্য মাধমের চেয়ে এই মাধ্যম অনেক সহজ। এই মাধ্যমে আপনি সহজেই আপনার এমবি চেক করতে হবে, এই জন্য আপনাকে যা করতে হবেঃ

  • প্রথমে My Banglalink app ডাউনলোড করে নিতে হবে
  • আপনার নাম্বার অ্যাড করে OTP দিয়ে লগ ইন করতে হবে। 
  • হোম স্ক্রিন এ আপনি আপনার অবশিষ্ট মিনিট দেখতে পারবেন 

অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু কোড

বাংলালিংক ইন্টারনেট ব্যাল্যান্স চেক করার কোড *5000*500#

বাংলালিংক ব্যাল্যান্স চেক করার কোড *124#

বাংলালিংক নাম্বার চেক করার কোড *511#

সাধারণ প্রশ্ন FAQ

প্রশ্নঃ বাংলালিংক ইন্টারনেট ব্যাল্যান্স চেক করার কোড কি?

উত্তরঃ বাংলালিংক ইন্টারনেট ব্যাল্যান্স চেক করার কোড *5000*500#

প্রশ্নঃ কিভাবে এসএমএস এর মাধ্যমে এমবি চেক করবো?

উত্তরঃ মেসেজ বক্স এ গিয়ে টাইপ করুন MB, এবং পাঠিয়ে দিন ৫০০০ নাম্বার এ

প্রশ্নঃ what is Banglalink MB Check Code

উত্তরঃ Banglalink MB Check Code *5000*500#

শেষ কথা

আমাদের এই ব্লগ পোস্ট এর উদ্দেশ্য ছিল আমাদের মধ্যে যারা বাংলালিংক এ এমবি চেক করার বিষয়ে অবহিত নয় তাদেরকে জানানো। আশা করি আমাদের এই পোস্ট আপনার সাহায্য করতে পেরেছে, আমাদের পোস্ট এ কোন ভুল হয়ে কমেন্ট বক্স এ অবশ্যই জানাবেন। এতে আমাদের অনেক উপকার হবে। ধন্যবাদ। 

Post a Comment

0 Comments