আমরা অনেকেই আছি যারা রবি সিম ব্যাবহার করে অন্যদের সাথে কথা বলি বা যোগাযোগ করে থাকি। অন্যদের সাথে কথা বলার জন্য আমরা অনেক সময় মিনিট কিনে থাকি। আমরা যারা মিনিট কিনে থাকি আমাদের জন্য জানা জরুরী যে রবি মিনিট চেক করার নিয়ম কি? বা রবি মিনিট চেক করার কোড কি?(Robi Minute Check Code)
অবশিষ্ট মিনিট জানার মাধ্যমে আপনি আপনার মিনিটের সঠিক ব্যাবহার এবং অপচয় কমাতে পারেন। রবি মোবাইল অপারেটর কিছু কোড সরবাহ কিংবা নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট কিছু কোড দিয়ে থাকে, ঠিক তেমনি মিনিট চেক করার জন্য নির্দিষ্ট কোড দেওয়া আছে।
এই ব্লগ পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন, রবি মিনিট চেক করার কোডের পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ কিছু কোড যা একজন রবি সিম ব্যাবহারকারী হিসাবে আমাদের জানা জরুরী।
Robi Minute Check Code
আপনি আপনার মোবাইল এর ডায়াল প্যাড থেকে কোড ডায়াল করে অনেক সহজেই আপনার মিনিট জানতে পারেন, রবি সিমে মিনিট চেক করার কোড হলো
*২২২*২#
।
এই কোডটি সার্বজনীন। অর্থাৎ সবাই এই কোড ব্যাবহার করতে পারবে, আপনি চাইলে আকাধিক বার ব্যাবহারও করতে পারেন
How to Check Robi Minute Balance?
রবি মিনিট চেক করার জন্য আপনাকে কত গুলো ধাপ অবলম্বন করতে হবে, নিচে ধাপ গুলো দেওয়া হলোঃ
- প্রথমে আপনার মোবাইল এর ডায়াল প্যাড এ যান
- ডায়াল করুন *২২২*২#
Robi USSD Codes
Service Name | USSD Code | Action |
---|---|---|
Robi MMS Check Code | *222*13# |
|
Robi Minute Check Code | *222*2# |
|
Robi Own Number Check Code | *2# |
|
Robi SMS Check Code | *222*11# |
|
Robi Offer Check Code | *888# |
|
Robi Number Check Code | *2# |
|
Robi Internet Pack | *4# |
|
Robi Internet Setting | *5# |
|
Robi MB Check Code | *8444*88# |
Robi Minute Check by My Robi App
কোড ব্যাবহার করা আপনার কাছে যদি ভালো না লাগে, কিংবা আপনি যদি কোড বার বার ভুলে যান অথবা আপনি কোডের চেয়ে কোন সহজ মাধ্যম খুজে থাকেন তাহলে আপনি অ্যাপ ব্যাবহার করতে পারেন, অ্যাপ ব্যাবহার করে মিনিট জানতে আপনাকে যা যা করতে হবে:
- প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন My Robi App
- Download My Robi App
- আপনার মোবাইল নাম্বার দিন।
- মোবাইল এ আশা বসিয়ে লগ ইন করুন
লগ ইন করার সাথে সাথে আপনার স্ক্রিন এ আপনার মিনিট দেখতে পারবেন
Importance of Checking Minutes
আমরা যারা মিনিট কিনে থাকি আমাদের জন্য অবশিষ্ট মিনিট সম্পর্কে জানা অনেক প্রয়োজনীয়। কেননা আমাদের যদি অবশিষ্ট মিনিট সম্পর্কে ধারনা থাকে তাহলে আমরা সেই মিনিটের সঠিক ব্যাবহার করতে পারি, আবার সচেতনও থাকতে পারি, কেননা মিনিট শেষ হওয়ার সাথে সাথে আমাদের টাকা কেটে নেওয়া শুরু করে মোবাইল সিম কোম্পানি, যা অনেক বেয়বহুল।
Last Word
আমাদের এই ব্লগ পোষ্টের উদ্দেশ্য ছিল আমাদের মধ্যে যারা রবি সিমে মিনিট চেক করতে জানে না, তাদের কে জনানো তারা কিভাবে তাদের রবি সিম এ মিনিট চেক করতে পারবে। আমাদের ব্লগ পোস্ট এ কোন ভুল থাকলে অবশ্যই আমাদের জানাবে, আমরা সর্বদা চেষ্টা করি আপনাদের সঠিক তথ্য দেওয়ার জন্য। আমাদের ওয়েবসাইট এ আশার জন্য আপনাদের ধন্যবাদ।
Robi FAQ
Q: রবি সিমের মিনিট চেক করার কোড কি?
A: রবি সিমের মিনিট চেক করার কোড হলো: *২২২*২#
Q: What is Robi minute check code?
A: Robi minute check code is: *222*2#
Q: What is Robi SMS check code?
A: Robi SMS check code is: *222*11#