5 Ways to Make money By Blogging As a Beginner

Blogging can be a very useful way not only a platform where you can only published your blog, earn audience and the way people can rely you bust also a way you can make money.

In other words, it can be your income source.If you are wondering how can your passion can be your earning source, here are 5 5 ways to make money online by blogging even as a beginner.

ব্লগিং করে যে আপনি শুধু মাত্র নিজের লেখা আর্টিকেল বা গল্প কিংবা আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন বা অন্যান্য লোকেদের মাঝে নিজেকে প্রকাশ করতে পারবেন এমনটা নয়,

আপনি ব্লগিং করার মাধ্যমে অর্থ (টাকা) অর্জনও করতে পারবেন। অন্য ভাবে বলতে গেলে এটি আপনার অর্থ উপার্জন এর উপায় ও হতে পারে ।

এখন আপনি যদি অবাক হয়ে থাকেন যে কিভাবে আমার শখটাই আমার অর্থ উপারজনের উপায় হতে পারে অথবা আপনি ব্লগিং থেকে টাকা উপার্জন করছেন

কিন্তু আপনি চান আরও বেশি উপার্জন করতে তাহলে এইখানে ব্লগিং করার মাধ্যমে টাকা উপারজনের ৫ টি উপায় হল।

1. Affiliate Marketing

Affiliate marketing is a very useful and one of the easy way to make money by your blog site.

You can promote products and services which are under the affiliate program.

You can add products affiliate links to your website and earn a commission on any sales which generated by your referrals.

Chose a product which is related with your blog niche to increase your earning.

অ্যাফিলিয়েট মার্কেটিং হল অন্যান্য সকল উপায় বা মাধ্যম গুলর মধ্যে অনেক সহজ।

আপনি আপনার ওয়েবসাইট এ অ্যাফিলিয়েট প্রগ্রাম এর অন্তর্ভুক্ত পণ্যদ্রব্য কিংবা সেবা প্রমোট করতে পারবেন ।

আপনি এই সকল পণ্যদ্রব্যের অ্যাফিলিয়েট লিংক আপনার ওয়েবসাইট এর ব্লগ এ যুক্ত করতে পারবেন

এবং আপনার রেফার করা লিংক এর মাধ্যমে মানুস যেসব পন্ন ক্রয় করবে তার মধ্যে থেকে কিছু পরিমান কমিশন পাবেন।

আপনার ইনকাম বেশি করার জন্য আপনি আপনার ওয়েবসাইট এর ধরন অনুযায়ী পন্ন বাছাই করতে পারন।

2 Review or Sponsored

Many companies offer money for Sponsored or Review their products.

If you have a large amount of audience, who reads your blog regular many companies will contact you for promote their products.

By review their products on your blog you can make a great amount of money.

অনেক কোম্পানি আছে যারা টাকা প্রদান করার মাধ্যমে তাদের পন্নের মার্কেটিং করে থাকে ।

যদি আপনার ওয়েবসাইট এর ট্রাফিক বেশি থাকে তাহলে আপনি আপনার ওয়েবসাইট এ পন্ন রিভিও করার মাধ্যমে একটি বড় অংকের টাকা ইনকাম করতে পারবেন।

3 Ads Revenue

This is a very popular way to monetize your blog. By placing ads on your website can generate a way to income.

Google Adsense and other ads networking platform make easy to display ads on your website and earn by impression and click by user.

ওয়েবসাইট মোনিটাইজ করার জন্য এইটা একটা জনপ্রিয় উপায় ।

ওয়েবসাইট এ অ্যাড স্থাপন করার মাধমেও টাকা ইনকাম করা যায়। Google adsense সহ আরও অনেক Ads Networking কোম্পানি আছে

যারা এই কাজটি অনেক সহজ করে তুলেছে।

4 Sell Digital Products

You can sell your products on your site. E-books, online course and there is may digital products you can sell on your site. Selling products on your website can also very profitable for you.

আপনি চাইলে ডিজিটাল পন্ন যেমন ই-বুকস , অনলাইন কোর্স আপনার ওয়েবসাইট এ বিক্রি করতে পারেন।

ডিজিটাল পণ্য নিজের audience কাছে বিক্রি করার মাধ্যমে আপনি আপনার ইনকাম বাড়াতে পারেন।

5 Sell Physical Products

There are many blogger who sells their own niche based physical products. If your website about digital watch,

you can simply make a unique type of watch which is useful and sell it to your audience and generate money.

বর্তমানে অনেক ব্লগার নিজদের ওয়েবসাইট এর ধরন অনুযায়ী পণ্য তৈরি করে থাকে।

যেমনঃ ধরুন আপনার ওয়েবসাইটটি হল ডিজিটাল ঘড়ি নিয়ে। এখন আপনি চাইলে একটি ইউনিক এবং ব্যাবহার যোগ্য ঘড়ি বানাতে পারেন

এবং সেটি আপনার ওয়েবসাইট এ আসা সকল স্রোতাদের কাছে বিক্রি করতে পারেন ।

এইভাবে আপনি আপনার ইনকামের উপায় বাড়াতে পারেন ।

Conclusion

There are may ways to make money online by blogging.

You just need to make unique and useful content, should have proper knowledge about it and you have to work hard.

If you do all of those thing, you can make money.

উপরের উপায় ছাড়াও আরও অনেক উপায় আছে যার মাধ্যমে ব্লগিং থেকে টাকা ইনকাম করা যায়।
শুদু মাত্র আপনাকে ইউনিক কন্টেন্ট এর পাশাপাশি আপনার থাকতে হবে ব্লগিং সম্পর্কে সঠিক ধারনা এবং কঠোর পরিশ্রম।

If You want to contact us, click here

1 thought on “5 Ways to Make money By Blogging As a Beginner”

Leave a Comment