NID Card Download Bangladesh Free Online

হ্যালো । আজকের পোস্ট হল আমরা কিভাবে NID Card Download করতে পারবো অনলাইন থেকে। নিচে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো।

আপনি যদি নিচের প্রতিটি ধাপ সঠিক ভাবে পালন করে থাকেন তাহলে আপনি অবশ্যই ১০০% আপনি অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

NID Card Download এর সকল ধাপ

https://services.nidw.gov.bd/nid-pub এই লিঙ্কে ক্লিক করতে হবে।

ফলে আপনি নিচের ছবির মত একটি ওয়েবসাইট এ যাবেন।

ওয়েবসাইট এ যাওয়ার পর আপনি রেজিস্টার করুন জায়গায় ক্লিক করতে হবে ।

NID Card Download

2 রেজিস্টার করুন জায়গায় ক্লিক করলে আপনি নিচের ছবির মত একটি পেজ এ চলে আসবেন।

এই জায়গায় আপনার এনআইডি কার্ড জমা দেওয়ার সময় একটা স্লিপ এ দেওয়া ফরম নাম্বার সহ জন্ম তারিখ এবং নিচের ক্যাপচা বসিয়ে সাবমিট করতে হবে।

যদি কোন কারণ বসত এরর দেখায় তাহলে এনআইডি নাম্বার এর সামনে NIDFN বসাতে হবে ।

যেমন NIDFN*( ফরম নাম্বার)***। এর পর সাবমিট এ ক্লিক করতে হবে।

NID Card

৩ সাবমিট করার পর আপনাকে আপনার ঠিকানা বসাতে হবে। আই ক্ষেত্রে আপনি ফরম এ যে ঠিকানা দিয়েছেন সেটা দিতে হবে।

NID Card Download Bangladesh

৪ ঠিকানা সাবমিট করার পর আপনাকে নিচের পেজ এ নিয়ে আসা হবে।

এই জায়গায় আপনার নাম্বার দেওয়া থাকবে, দেওয়া না থাকলে আপনার মোবাইল নাম্বার বসাতে হবে।

NID Card Download Bangladesh

এন আই ডি কার্ড ডাউনলোড

৫ মোবাইল নাম্বার বসানোর পর বার্তা পাঠান এ ক্লিক করলে আপনার নাম্বার এ একটি কোড আসবে এবং কোডটি বসিয়ে বহাল এ ক্লিক করতে হবেদওনলয়া

NID Card Download Bangladesh  Online

৬ এরপর আপনাকে নিচের ওয়েবসাইট এ আনানো হবে এবং আপনার মোবাইল এ NID Wallet App ডাউনলোড করতে হবে।

App ডাউনলোড করা হলে আপনাকে লাল বাটন এ ক্লিক করতে হবে।

NID Card Download

৭ এর পর আপনাকে ট্যাপ করুন বাটন এ ক্লিক করতে হবে এবং একটি কোড কপি হয়ে যাবে।

NID Card Download Bangladesh Free Online

৮ NID Wallet App ওপেন করতে হবে এবং সকল পারমিশন দিতে হবে।

NID Card Download

৮ এরপর উপরের কোড বাটনটিতে ক্লিক করতে হবে।

NID Card Download

৯ Start Face Scan Button এ ক্লিক করতে হবে।

NID Card Download

১০ আপনার Face Scan করতে হবে। এই ক্ষেত্রে আপনাকে মোবাইল এর সামনে নিচে দেওয়া ছবির মত সোজা, ডান এবং বাম দিকে তাকাতে হবে।

NID Card Download

১১ Face Scan শেষ হলে আপনি আবার সেই ওয়েবসাইট এ আসবেন এবং আপনাকে এমন একটা পেজ দেখাবে।

এই জায়গায় আপনি চাইলে Password সেট করতে পারেন বা এড়িয়ে যেতে পারেন।

NID Card Download

১২ এড়িয়ে যান এ ক্লিক করলে আপনি পরবর্তী পেজ এ আসবেন এবং ডাউনলোড অপশন এ ক্লিক করলে আপনি আপনার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

NID Card Download

সতর্কতাঃ

১ আপনি NID Wallet App ডাউনলোড করার সময় ওয়েবসাইট থেকে সরাসরি বের হবেন না, মিনিমাইস করতে হবে।

২ থার্ড পার্টি কোন App ডাউনলোড করবেন না।

৩ আপনার তথ্য অন্য কাওকে দিবেন না।

শেষ কথা

উপরেরন কোন ধাপ ভুল কিংবা আপনার অন্যান্য কোন সমস্যা হলে আমাদের সাথে যোগাযোক করার জন্য ক্লিক করুন বা আমাদের ইমেইল করুন

2 thoughts on “NID Card Download Bangladesh Free Online”

Leave a Comment