Fb Caption Bangla- ফেসবুক ক্যাপশন বাংলা

 আমাদের এই ব্লগ পোস্ট এ আপনাদের জন্য হাজার এর বেশি fb caption bangla দেওয়া হল, যা আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। এই Fb Caption Bangla  আপনি কপি করে আপনার ফেসবুক এ শেয়ার করতে পারবেন। 


Read More অনলাইন থেকে পাসপোর্টের জন্য আবেদন


Fb Caption Bangla ফেসবুক ক্যাপশন বাংলা 

Fb Caption Bangla - ফেসবুক ক্যাপশন বাংলা


পৃথিবী লিখে রাখ এই নোট “ভালো আছি প্রতিনিয়ত বলে যায় এক মিথ্যাবাদী ঠোট ;)💔❤️‍🩹


ইচ্ছাগুলকে স্বাধীনতা দাও, উড়তে দাও আকাশে, মানুষের কথায় কান দিও না, সে তো রোজই ঘুরে বাতাশে 😊❤️‍🩹


যে হৃদয়ে নাই তোমার বসবাস, সেই হৃদয়কে রক্তাক্ত করাই আমার অভ্যাস। 🫶💔


তুমি যদি ভালো থাকো অন্য জনের ভালোবাসায়, আমি ভালো থাকব তোমার সেই ভালো থাকায়। 😊💔


জীবনে শুধু সাধারন একটা মানুষ আসুক, আমাকে ছাড়া কিছুই না বুঝুক।❤️‍🩹💝🫶💖


হয়তো তোমার সাথে কথা হয় অল্পক্ষণ, কিন্তু মানু তোমায় ভালোবাসি সারাক্ষণ।🙂💖


হাজার বার বেহায়া হবো, তাও শুদু তোমাকে চাইবো। 🫶💖


পরিস্থিতি যেমনি হোক, তোমাকে নিয়ে ভাবতে আমার অসম্ভব ভালো লাগে।🙂💖


তোমার মায়ায় পড়ে অল্প বয়সে আমার জীবনটা নষ্ট হয়ে গেল😢💔


শূন্যতার শহরে পূর্ণতা নেই। আমার মনে তুমি থাকলেও, তোমার মনে আমি নেই। 😢💔


সে বলেছিল আমি নাকি তার শখের মানুষ, হয়তো এইটা তার সেরা অভিনয় ছিল। 😢😢


যারা আমার জিবনের সুন্দর মুহূর্তগুলো নষ্ট করেছে তাদের জিবনের সকল মুহূর্ত সুন্দর হোক। 😊😊


আরেকজনের ঘুম কেঁড়ে নিয়ে, নিজে শান্তিতে ঘুমানো মানুষগুলো কখনই জানবে না, নিদ্রাহীন রাত কতটা ভয়ংকর।💔💔


ক্লান্ত চোখ , নিদ্রাহীন রাত,, খোলা মস্তিস্ক তার সৃতির উৎপাত। ❤️‍🩹💔


এখন আর কোন কিছিই ব্যাখ্যা করতে ইচ্ছা করে না, যার যেটা ইচ্ছা বুজিক। 😊😊


কোলাহল থেকে দূরে গিয়ে নিরবতা উপভোগ করার ইচ্ছাটা দিন দিন বেড়েই যাচ্ছে। 🙁💔


যে ক্ষত থেকে রক্ত বের হয় নি, বুজে নিও সেই ক্ষত আপনজনের দেওয়া। 💔💔


শূন্য ছিলাম, শূন্যই থাকতাম, কেন যে তোমার মায়ার জালে পড়ে জীবনটা শেষ করলাম। 🙁❤️‍🩹


তাকে বলতে না পারা কথা গুলই আমার কান্না হয়ে ঝড়ে পড়ে।🙁🙁


যারা আমার খুব পরিচিত হওয়ার পরেও দূরত্ব বেছে নিয়েছে, তাদের সাথে আর কখনো দেখা না হোক। 😊💔


মানুষ বড়ই লোভী, সবকিছু থাকার পরেও যারে পাওয়া কোনোদিন সম্ভব না, তারে পাওয়ার লোভ করে।💔❤️‍🩹


আমি যদি কখনো দূরে সরে আসি, তাহলে বুজবেন আপনার ব্যাবহার আমাকে আপনার কাছে থেকে দূরে সরে যেতে বাধ্য করেছে।😊💔


আর খুজতে এসো না, আমাকে আর আগের মত পাবে না।


এত মানুষের মাঝেও একজন মানুষের অনুপস্থিতিতে পুরো দুনিয়া শূন্য লাগে।


হাসলেই কি মানুষ সুখী হয়, কিছু হাসিতে মানুষের মরণও হয়।


জীবনে একটা তুমি না থাকা সত্তেও, তোমাকে নিয়ে কত পোস্ট করি, ব্যাপারটা সুন্দর। 


অতঃপর সে আমাকে যত্ন করে রেখে দিল খোলা আকাশের নিচে কোন এক পরিতক্ত শহরে। 


স্বার্থ নেই এমন শহরের সন্ধান পেলে আমাকে নাগরিকত্ব দিও”


উড়ন্ত ফানুস, আর বহুরুপি মানুষ দুটোর সুরুতে আনন্দ, শেষটা আতঙ্কিত।


মানুষকে ভালবাইসা কতকিছু শিখাইলাম, শুদু ধইরা রাখতে শিখাইলাম না। 💔💔


চাইলে কি রাখা যায়, যদি সে থাকতে না চায়। 💔


সময় পেলে নিজেকে ভালবেসো, ঘৃণা তো সবাই করে। 😊❤️‍🩹


পরিস্থিতি যেমনই হোক, তোমাকে ছাড়া যাবে না। 💖💖


খোজ নিলে হয়তো তুমি জানতে পারবে, তুমি কারো কাছে বিশেষ না। 💔😊


জীবন থেকে চলে যাওয়া প্রত্যেকটি মানুষকে ধন্যবাদ।


ভালো তো অনেক কিছুই হয়, কিন্তু সব ভালোতে ভালো থাকা যায় না।


এখন আর খারাপ লাগে না তোমার ইগনোর দেখে, আমি জানি তুমি অন্য কারো নিকটে চলে গেছ।


ভুল করে তোমাকে ছেয়েছিলাম, তুমি যে এতটা দামি জানতাম না।


খুব কাছের বন্ধুদের সাথে দুরুত্ত বেড়ে গেলে, আনন্দটা কমে যায়।


মানুষের মন নগ্ন হয়েছে, কাপরের আর কি দোষ দিবো??


জং ধরেছে আমার সকল বিশ্বাসে, জীবন চলে না এখন কারো আশ্বাসে।


তোমার শূন্যতা আমাকে আজীবন অপূর্ণ করে রাখবে।


পেতে হবে এমন কোন কথা নেই, কিছু জিনিস দূর থেকেই সুন্দর।


আমি তোমার শূন্য থেকে, শেষ অবধি থেকে যেতে চাই।


আমি তোমার আহামরি কিছু না, আমাকে ছাড়াও সুন্দর ভাবে বেঁচে থাকা যায়।


সৃতি হয়ে নয়, সাথি হয়ে থাকতে পারলে এসো।


তোমাকে বিশ্বাস করা আমার দায়িত্ব, আর আমার বিশ্বাস রক্ষা করা তোমার কর্তব্য।


তুমি হাসলে আমিও হেসে দেই, কি আজব না?


তাকে পাওয়া আমার সপ্ন, সে ভালো থাকুক সেটাতেই আমি ধন্য।


খুব পছন্দের মানুষের সাথে বেশিদিন সম্পর্ক থাকে না।


ভালোবাসার পরিমান যত বেশি হয়, কষ্টের পরিমান ও তত বেশি হয়।


Fb Caption Bangla


নিজেকে ধ্বংস করার পরেও যে মানুষটাকে পেলাম না, তাকে আর কি উপমা দিবো।


শুধু একবার বলে দিতে আমাকে চাও না, শুধু শুধু মিথা আশ্বাসের কোন দরকার ছিল না ।


ছিল তো অনেকেই, এখন আর নেই। স্বার্থ শেষ, প্রয়োজন শেষ, এখন আমার আর প্রয়োজন নেই।


যতদিন আছি আমি, খুঁজবো তোমায়। আমিও দেখতে চাই এই ভালোবাসার শেষ কোথায়।


আমি শুধু সেই দিন গুলো ফিরে পেতে চাই, যেসময় তুমি কথা বলার জন্য জোর করতে!!


আমি যার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছিলাম, তাকেও কোন কারণ ছাড়া অন্য কারো হয়ে যেতে দেখেছি।


পৃথিবীর সবচাইতে বড় শাস্তি আমি তোমাকে দিবো, তোমায় ভুলে গিয়ে।


তার শূন্যতার ভাগিদার আমি ছিলাম, কিন্তু পূর্ণতার ভাগিদার অন্য কেউ।


তোমারাই তো আমাকে শেষ করে দিয়েছো, আবার এখন তোমরাই আমার জন্য কাঁদো, আহারে মানুষ।


আর একটু কম গুরত্ত দিলে, প্রিয় মানুষ গুলো হয়তো থেকে যেত।


জোর করে কারো কোন কিছুই পেতে চাই না। না কারো সময়, মায়া কিংবা ভালোবাসা।


তোমার এলোমেলো চুল, উষ্ণ ঠোটের শুখনো হাসি, ব্যাস আমি ফিদা।


যখন সে আমাকে ছেড়ে চলে গেল, ভাবছিলাম কিছুই হবে না। সব কিছু ঠিক হয়ে যাবে। এরপরই বুকে বেথা হওয়া শুরু করল।


শত্রুরা শুদু নামের শত্রু, ক্ষতি তো আপনজনরাই করে।


অভিমান করি না, কিন্তু ফিরে পেতেও চাই না। আজ তুমি বিশ্ব সুন্দরি হলেও তোমার প্রতি আমার কোন আকর্ষণ নেই।


হয় শূন হবো, না হয় তোমার সাথেই পূর্ণ হবো।


আকাশের দিকে তাকিয়ে লম্বা একটা নিশ্বাস ছেড়ে বলি একদিন সব ঠিক হয়ে যাবে।


শখের নারি আমারও ছিল, শতবার ভালোবাসি বলার পরেও, অন্য কারো হয়ে গেল।


কাওকে অভিশাপ দেওয়া তো দুরের কথা, আমি কারো প্রতি কোন অভিযোগও রাখি না।


তুমি থেকে যাও, সাফলতা পেয়ে গেলে তোমাকে রানির মত করে রাখব।


তুমি বলেছিলে ভালো থেকো, ব্যাস তারপর আমার আর ভালথাকা হয় নি।


তোমাকে পাওয়ার জন্য কি বিশ্রী ভাবে আমার জীবনটা নষ্ট করলাম।


আগে কেও ইগনোর করলে খারাপ লাগত, এখন ভালই লাগে, থিকই আছে ভাই , দুরেই থাক।


দুঃখ তো অনেক আছে, কিন্তু হাসার খারাপ অভ্যাস আছে।


আগে যাকে ভেবে মন খুশি হয়ে জেত এখন তাকে ভেবে কান্না চলে আসে।


সে আমার না হোক, তবুও সে জানিক এই পৃথিবীর কোন এক প্রান্তে এক ক্ষুদ্র মানুষ তাকে আকাশ সমান ভালবাসে।


আমার দুঃখ ফুরায় না, আর সুখ তো আসেই না।


সেদিন পরিচয় না হলেও পারতো, এত সৃতি গড়ে উঠত না।


তুমি যতটা দূরত্ব চেয়েছো তার থেকেও দ্বিগুণ দূরত্ব নিয়ে আমি হারিয়ে যাব।


একবার এই হৃদয় সান্ত হয়ে গেলে, যাদের জন্য কেদেছি তাদের দিকে ফিরেও তাকাবো না।


মানুষের আছে আঘাত দেওয়ার ক্ষমতা, আর আমার আছে সহ্য করার ক্ষমতা।


রঙ্গে ভরা জীবন আমার কাটছিল বেশ, এক নারীর মায়ায় পড়ে জীবনটা শেষ।


আমার দুঃখ হয়, কিন্তু শিক্ষা হয় না।


তুমি নিশ্চিত থেকো, আমার দেহ ক্ষতবিক্ষত হলেও, তোমার মায়া কাটানো সম্ভব হবে না।


নিজেই নিজেকে চিনলাম না, আর আপনারা তো কঠিন অভিনেতা।


ছেড়ে দিতে শিখো, নাহয় কেঁড়ে নিতে শিখো। ভাগ্যের দোষ কত দিবা।


টেনশন করে নিজেকে শেষ করে দিচ্ছি, নাহয় আমিও খুব হাসি খুসি ছিলাম।


একাই ছিলাম, এবার না হয় একা হয়ে গেলাম। বেপার না।


ছিলাম তো সবটা জুড়ে, আফসোস কখনো হৃদয় ছুতে পারি নাই।


এতগুলো ঝর আসলো গেল, কই কেও তো তোমার মত তছনছ করতে পারল না।


যাকে পাওয়ার জন্য এত আশা, কই সে তো বুজল না আমার ভালোবাসা।


আমরা খুব কাছাকাছি চলে আসার পর বুঝতে পারি, মানুষ আসলেই দূর থেকে সুন্দর।


যে অধিকার চেয়ে নিয়ে তো, সেটা কখনো অধিকার হতে পারে না।


পূর্ণতা ব্যাপারটা হাততালির মত, এক হাতে হয় না। অর্থাৎ আকজনের ভালোবাসায়, ভালোবাসা কখনো পূর্ণতা পায় না।


তুমি আমার রক্তে মিশে গেছ, আর রক্ত কিভাবে ধুয়ে ফেলতে হয়, আমি জানি না।


অথচ এই বয়সটাই আমাদের জীবনে সবচাইতে সুন্দরতম সময় হওয়ার কথা ছিল।


একদিন সব দুঃখের অবসর ঘটবে, সেইদিন দীর্ঘনিশ্বাস ফেলে বলব আলহামদুলিল্লাহ ।


আজকাল সপ্ন দেখতেও ভয় লাগে, যদি পূর্ণতা না পায়।


“ভালো থাইকেন” উত্তরে কিছু বলার সাহস ছিল না, নাহয় বলতাম, থেকে যাও, ভালো থাকব।


মানুষ যেমন আপন হতে সময় লাগে না, তেমনি পর হতেও সময় লাগে না।


তাকে ভীষণ করে চাওয়ার পর, তার ভালোর জন্য টাকেই ছেড়ে আসা ব্যাপারটা!


আমি দুঃখ দিলেই দুঃখ, আর তুমি দিলেই ফুল, তাইত আমি দুঃখ বিলাস, আর তুমি বাগান বিলাস।


ভালো সময় পেয়ে মুখ ফিরিয়ে নিলেন, মনে রাইখেন খারাপ সময়ে আমিও পাসে ছিলাম।


আমি তাদেরকে কখনই ক্ষমা করবো না, যারা আমাকে জড়িয়ে ধরেও যন্ত্রণা দিয়েছে।


আমি দুঃখ মিশানো সুখের হাসিতে মগ্ন থাকি রোজ।


জীবনে সবচাইতে সুন্দর জিনিস হল, সবার থেকে আলাদা হওয়া।


এতটা অসহয় নিজেকে কখনই মনে হয় না, যতটা অসহয় লাগে তোমার সাথে কথা না হলে।   Fb Caption Bangla 


আমার কেউ নেই, এইটা অভিমানে নয় অনুভবেই বলছি।


মানুষ যতই ঘনিস্ত হোক না কেন, যেকোনো মুহূর্তে পরিবর্তন হয়।


তুমি থেকেও না থাকার মত ছিল্র, অথচ আমি ভেবেছি তুমি তো আমারই।


ঘুমালে মস্তিস্ক ঠাণ্ডা থাকে, তবে ভয়ংকর সব সপ্ন হানা দেয়।


এই শহর তো ঘুরে দেখলাম, স্বার্থ ছাড়া মানুষ কই পেলাম?


জীবনে আমার মত করে কেউ আমাকে বুঝেনি।


অন্নের সাথে খারাপ করে ভালো থাকা যায় না।


ভালোবাসা একটি সুন্দর অনুভুতি, আত্মার তৃপ্তি, মস্তিষ্কে থাকা বহু কল্পনা, না পাওয়ার ভয়, ভালো থাকার কামনা।


চুপ থাকতে শিখে গেছি, কারণ মুখ দিয়ে বেথা প্রকাশ করা যায় না।


অতীত নিয়ে মানুষকে কখনো বিচার করবেন না, কারণ মানুষ থিখে, মানুষ বদলায়।


আমি একা থাকতে চাই, দূরে কথাও চলে যেতে চাই, যাতে কেও আমাকে খুজে না পায়।


কষ্ট পেয়ে হাসার পর পুরুষের পরিবর্তন খুব ভয়ংকর হয়।


জোর করে কি আর রাখা যায়, যদি সে থাকতেই না চায়।


সে আমাকে পাওয়ার আশাই করে নাই, আর আমি তাকে হারানোর ভয়ে কেঁদেছিলাম।


আবেগি হলে চলবে না, খুব প্রিয় জিনিস ছেড়ে আসার সাহস রাখতে হবে।


তোমার শূন্যতায় আমি হতাশ হয়েছি, তবুও চরিত্রহীন হই নাই।


ফেসবুক ক্যাপশন বাংলা 


নরম মনের মানুষকে কষ্ট দিও না, তারা অতিরিক্ত চিন্তায় রাতে ঘুমাতে পারে না ।


এরপর ? এরপর এবার কি , কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেল।


শুধুমাত্র নাটক বা ছিনেমায় নয়, মাঝে মাঝে বাস্তব জীবনেও অনেক পাক্কা অভিনেতা- অভিনেত্রিদের সাথে দেখা হয়।


যত ভালোবাসা প্রকাশ করবা তত সস্তা হবা।


সবাই হারিয়ে যায়, তুমি না হয় থেকে যাও।


তোমার ও সময় হয় না , আমার ও অপেক্ষা ফুরায় না।


যাদেরকে বলেছিলাম সে সবার থেকে আলাদা তাদের কাছে I am Sorry


অনেক হয়েছে এবার নিজেকে বদলাতে হবে, তাকে ভুলে যেতে হবে


আমি ধীরে ধীরে তাদের থেকে দূরত্ব বাড়ালাম, তারপর দেখলাম তারা আসলেই দুরের মানুস


আমরা Strong হতে গিয়ে ফিলিং লেস হয়ে যাই


কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ীর মত, তুমি তাকে যতই সাজাও না কেন, যে কখনো তোমার হবে নট


যার মনে মায়া বেশি, তার জীবনে বোধহয় কষ্টটাও অনেক বেশি


বোকা মানুষগুলো হয়তো অনেক বিরক্ত করতে জানে, কিন্তু তারা কখনো কাওকে ঠকাতে জানে না


বেক্তিগত Problem Hide করে, মানুসের সাথে হাসি খুসি চলতে পারাটাই হয়তো Maturity


কখন কোথা থেকে সরে আসতে হবে, এইটা বুঝে গেলেই জীবন সুন্দর।


খুব সাধারন একজনকে চাই, যার কাছে তার ফ্যামিলির পড়ে থাকবে আমার Priority


আমি হিসাব করে ভালোবাসি, সম্মান করলে,আমিও তাকে সম্নান করি, যে আমার জন্য না, আমিও তার জন্য না


যেখানে সন্ধ্যা হলে টাকা দিয়ে তোমার মত রূপবতী টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, সেখানে আমি তোমার মায়ায় পড়ে ছিলাম, আমি টাকা দিয়ে রূপবতী নয়, ভালোবাসা দিয়ে তোমায় পেতে ছেয়েছিলাম।


ছেলেরা সহজে কাউকে মন দেয় না, আর যাকে দেয়, তাকে সবটুকু দিয়ে ভালোবেসে যত্ন করে আগলে রাখে।


জীবনে ততটা সফল হতে চাই, যেন কথাও গেলে বসার চেয়ার এর অভাব না থাকে


পৃথিবীতে সবচাইতে সুন্দর অনুভুতি হল , আপনি রবের কাছে কিছু ছেয়েছেন, আর রব আপনাকে সেটা দিয়েছে, আলহামদুলিল্লাহ ।


তুমি অবশ্যই আমার চেয়ে Better পাবে কিন্তু আমার মত this is impossible


আপনি যখন মেনে নিতে শুরু করবেন, আপনার কষ্ট গুলো ততই কমতে থাকবে, কেননা আপনার কষ্ট গুলোর শুরুই হল কোন কিছু মন থেকে মেনে নিতে না পারা ।


একটা মানুস রাখার আসায় কত মানুষকে হারালাম, অথচ যারে রাখতে চাইলাম তাকেই হারাইলাম।


আমি একশো জনের সাথে লরাই করতে পারবো, যারা তোমাকে চায়, কিন্তু ওই একজনের সাথে না, যাকে তুমি চাও।


নিজেকে নিচে নামিয়ে কারো পছন্দের হওয়ার চাইতে নিজের আত্মমর্যাদা রক্ষা করি শ্রেয়


কিছু মানুসের উপর ১৬ আনার অধিকার খাটাতে গিয়ে বুজতে পারলাম তাদের জীবনে আমার ১ আনারও গুরত্ত নাই


পৃথিবীতে সবচাইতে সুন্দর প্রতিবাদ হল চুপ থাকা


ব্লক লিস্ট এ শুদু মাত্র শত্রু থাকে না, এইটা হয়তো সবচাইতে পসন্দের মানুষদের জন্যই তৈরি


শোধ করবো আকদিন তোমার ওই অবহেলার ঋণ, মুনাফার হার কষে নিয়, গনিতে অনেক দুর্বল ছিলাম, অঙ্ক কষতে গিয়ে ভালোবেসে ফেলেছিলাম


কিছু মানুস চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশ কেঁড়ে নেয়


যদি প্রশ্ন কর ভালোবেসে কি চাই আমি! তবে বলব চাঁদ হয়ে আকাশের বুকে থেকো, অন্ধকার সরিয়ে। শেষ হাসিটাও আমার সাথে হেসো বুড়ো বয়সে।


মাঝে মাঝে ভাবি আম্মু না থাকলে আমার কি হবে? এই মানুসটা ছাড়া আমার কোন অস্তিত্ত নেই।


অন্যজনের প্রয়জনে নিজেকে বিলিয়ে দেওয়া মানুষগুলো, নিজের প্রয়জনে বেশিরভাগ সময় অসহায়।


যদি বলো পৃথিবীতে মূল্যবান জিনিস কি? আমি মাথা উছু করে বলব আমার মা ।


তারাই ভাগ্যবান যারা নিজের ভালোবাসার মানুষকে নিজের জীবনসঙ্গী করে পায়।


বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পায়, আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পালিয়ে যায় ।


আসলে অনেক ভাগ্যবান আমি, এই স্বার্থের পৃথিবীতে অনেক নিস্বার্থ বন্ধু পেয়েছি।


একদিন পাসে এসে বসেই দেখ না কেমন আছি, দূর থেকে জিজ্ঞেস করলে তো বলতেই হবে ভালো আছি।


হয়তো একটু দেরিতে বুঝেছি, কিন্তু ভালভাবেই বুঝেছি, স্বার্থ ছাড়া সবাই সবার সাথে সম্পর্ক রাখে না ।


বিপদ যতই বড় হোকনা কেন সাহায্যকারী হিসাবে আল্লাহ ই যথেষ্ট।


খুব সম্ভবত এখন যারা একা থাকতে পসন্দ করে তারা একটা সময় খুব মিশুক ছিল


তুমি যাকে ভালোবাস সেও যদি তোমাকে ভালবাসে, এর চাইতে সুন্দর কিছুই হতে পারে না।


পুরুষ নারীকে ততক্ষণ ফুলের মত যত্ন করে, যতক্ষণ নারি ফুলের মত পবিত্র থাকে ।


ঝড়ে ভেঙ্গে যাওয়া ঘর মেরামত করা গেলেও, মিথ্যার ঝড়ে ভেঙ্গে যাওয়া সম্পর্ক কখনই মেরামত করা যায় না।


আপন সেজে আঘাত করা মানুষদের জানাই ধন্যবাদ


একসাথে ৭ ঘণ্টা কাটানো বন্ধুদের সাথে এখন ৫ মিনিটের জন্য দেখা হয় না


মন থেকে একবার উঠে গেলে, আমি এর কাউকে মনে জায়গা দেই না, সে যাই হোক না কেন। এইটা আমার ইগো নয়, এইটা আমার আত্মসম্মান।


সম্ভব হলে একা থাকুন, এর যারা বেইমানি করেছে তাদের থেকে দূরে থাকুন।


যে আপনার, সে এই পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, সে আপনারই।


যার সাথে রাতের পর রাত জেগে কথা বলেছেন, একটা সময় আসবে এই রাত থাকবে, কিন্তু আপনি সে থাকবে না, থাকবে আপনার চোখে কান্না।


“আমি এর পারছি না” এই কথাটা প্রমান করার জন্য আপনাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে, কারণ এই পৃথিবীতে থেকে আপনি এই কথা প্রমান করতে পারবেন না ।


পুরুষের চোখে মেঘ জমে, বৃষ্টি আসে না ।


সুন্দর ব্যাবহার আপনার সঞ্চয়, যা কখনো কখনো আপনার অর্থের চাইতে বেশি উপকারে আসে ।


কিছু মানুস নদীর মত, তাদের পাসে বসলে একটা আলাদা শান্তি লাগে, মনে হয় আরও কিছুক্ষণ বসে থাকি।


যে সত্যিকারে ভালবাসে, সে Better কাউকে খুজে না, বরং Better বানিয়ে নিতে পছন্দ করে । Fb Caption Bangla


আমি যাদেরকে খুসি রাখতে ত্যাগ স্বীকার করেছি, তারাই আমাকে শেষমেশে স্বার্থপর বলে চলে গেছে।


মানুস প্রয়োজন মেটাতে যতটা না প্রসংসা করে, প্রয়োজন শেষ হয়ে গেলে তার চাইতেও বেশি বদনাম ছড়ায় ।


নিন্দা এবং প্রসংসা কোনটাও করতে পয়সা লাগে না, তবুও মানুস নিন্দাটাই বেশি করে ।


অহংকার কর না, মানুসের ভাগ্য বদলায়। আয়নাটা একই থাকলেও চেহারাটা বদলায়।


নিসিদ্ধ হোক পরিবারের দোহাই দিয়ে সম্পর্ক ভাঙ্গার গল্পগুল।


শব্দের ক্ষমতাকে কম ভেবো না, কারণ একটি হ্যাঁ বা না, অনেকের জীবন বদলে দিতে পারে।


Fb Caption Bangla- ফেসবুক ক্যাপশন বাংলা 


পুরুষ হারলে হাসে, এর জিতলে কাঁদে।


অনেকের সাথে আমাদের হয়তো শেষ দেখা হয়ে গেছে, কিন্তু আমারা বুজতেই পারি নাই।


যেটা কখনই হবে না , সেটা নিয়ে ভাবতে ভালো লাগে ।


আমি সুদিনের আসায় যে দিন গুলো ছেড়ে এসেছি সেগুলই সুদিন ছিল।


আজকের জন্য বাঁচো, কারণ গতকাল চলে গিয়েছে, এর আগামিকাল নাও আসতে পারে।


অতঃপর আমি আমার জীবন টা যেরকম ছেয়েছিলাম তার বিপরীতটাই পেয়েছি ।


মন থেকে উঠে গেলে, যত ভালো সম্পর্কই হোক না কেন, আগের মত টান থাকে না ।


আপনাকে ঠকিয়ে যারা হাসছে, তাদেরকে হাসতে দিন, নিজেকে ঠিক রাখুন, বাকিটা সময়ের উপর ছেড়ে দিন।


টেনশন করিস না, আমি তো আছি, এই কথা বলার মত কেও নাই।


শুদু ছেড়ে যাওয়াকেই ঠকানো বলে না , পাসে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে।


পৃথিবীতে এক দল হার না মানা মানুস আছে, যারা সবকিছুতেই জিতে গেলেও, ভালোবাসার কাছে হেরে যায়।


নিজের বিবেকের কাছে সৎ থাকার মত মানসিক শান্তি এর নেই।


সে থাকতে চেয়েও থাকে নাই, অথচ কত মানুস থাকার জন্য কান্না করেছে আমি রাখি নাই।


দুনিয়াতে সব থেকে বড় ধোঁকা হল, সব মানুস এক না বলা মানুষটাও যখন সবার মতই প্রমান হয়ে যায়


আমার প্রেম করার কোন নিয়ত ছিল না, শুদু একজোড়া চোখের মায়ায় পরেছিলাম, কে জানত এইটায় জিবনের বড় ভুল হবে ।


বাড়ুক তাদের ভালো থাকা, যারা আমার পাসে ভীষণ মায়া করে থেকে যেতে পারল না ।


জীবনসঙ্গী হতে হবে বিশ্বাসী, যাকে মুক্ত পাখির মত উড়তে দিলেও অন্য কোন ডালে বাসা বাধবে না, যাকে বিশ্বাস করলে ভেঙ্গে দিবে না।


মানুসের দুর্বলতা হল মানুস শত চেষ্টা করলেও তার অতিতকে ভুলতে পারে না, কিছু মায়া তাদেরকে তারিয়ে বেরায়।


হাশিখুসি মানুসেরা একটু বেশি কথা বলে, টাই কিছু মানুসের ধারনা তারা কথা গপন করতে জানে না। কিন্তু এরাই জিবনের বড় সত্য গুলো গোপন করে যায় ।


তার জন্য কেদে লাভ নাই, যে আপনার হাসি টাকেই মে*রে ফেলেছে ।


মানুসের ভিড়েও যদি মানুসের শূন্যতা অনুভব কর, তবে বুজে নিও, তুমি যার শূন্যতায় ভুগছ সে তোমার জগত এ নেই।


অনেক অবহেলার পরেও শুদুমাত্র একটা মিষ্টি কথায় গলে যাওয়া মানুষগুলো, চিরকাল অহ্নের ভালো মন্দ নিয়েই ভেবে যায়।


হেসে সব কথা ভুলে যাই, টাই বলে এমন না যে কথা গুলো হৃদয় এ আঘাত করে না ।


কিছু ভুল যেমন অনেক কিছু শিখতে সাহায্য করে, ঠিক তেমনি কিছু আঘাত মানুষকে চিনতে সাহায্য করে।


এমন কাউকে কষ্ট দিয় না, যার উদ্দেশ্য ছিল তোমাকে সাহায্য করা।


এখন কেন জানি নিজেকে প্রকাশ করতে নয়, আড়াল করতে ভালো লাগে।


মনে শান্তি না থাকলে কোন আনন্দ, কলাহল ভালো লাগে না।


চলে যাওয়ার পর ফিরে আসা মানুস গুলো কখনো আপন হতে আসে না, আপন সাজতে আসে।


একা থাকা এর একলা কাঁদা, মানুষকে আরও শক্তিশালি করে তুলে।


একটা সময় যাকে দেখার জন্য চটপট করতাম, এখন চোখের সামনে থাকলেও ডাকতে ইচ্ছা করে না।


মাঝে মাঝে ভালো থাকার জন্য সবাইকে ছেড়ে দিয়ে একা থাকা উচিত।  Fb Caption Bangla 


যেখানে দেখবেন আপনার প্রধান্ন কমে যাচ্ছে , বুজে নিবেন আপনার প্রয়োজন ফুরিয়ে গেছে।


যেদিন থেকে বুজলাম টাকাই সব, ওইদিন থেকে এর আয়না দেখি না।


ভালো থাকা সহজ নয়, কিন্তু ভালো থাকার অভিনয় করাটা সহজ।


তারা এমন সময় হাতটি ছেড়ে যায়, যখন পুরপুরি ভাবে আমরা ডুবে যাই ভালবাসায় ।


পরিস্তিতি মানুষকে সবকিছু শিখিয়ে দেয়, ভুলে থাকা বা দূরে থাকা কোনটাই আর অসম্ভব নয়।


আমরা ভালো থাকার জন্য যে মানুষটাকে পাসে চাই, সেই মানুষটাই একদিন আমাদের সব ভালথাকা কেঁড়ে নিয়ে হারিয়ে যায়।


আমি সহজ সরল মানুষকে ঠকতে দেখেছি, হারতে নয়।


যারা আমদের ছেড়ে থেকে সুখে থাকে, তাদের সাথে আমাদের যেন সারা জীবনেও দেখা না হয়।


যে যত্ন করতে জানে সে তার পায়ের জুতোটাও যত্নে রাখে, আর যে যত্ন করতে জানে না, সে তার হিরার অলংকার ও হারিয়ে ফেলে।


পুরুষ এত কঠোর পরিশ্রম নিজের ভালো থাকার জন্য নয়, বরং অন্যদের ভালো রাখার জন্য করে।


কেও থাকে না ভাই, মানুস আসে, মিশে, কিছুদিন ভালোবাসা দেখায়, এবার ছেড়ে চলে যায়।


আমি সেখানেও চুপ ছিলাম, যেখানে অনেক কথা বলার ছিল, বিশ্বাস মানে যে বোকামি, সেটা সেও বুজিয়ে দিল।


একটু শান্তি ছেয়েছিলাম, জীবন আমাকে শান্ত করে দিয়েছে।


খালি পকেটে যাদের সাথে মন খুলে চলা যায়, তারাই বন্ধু হওয়ার যোগ্য।


ক্ষমা টাকেই কর, যে ভুল করেছে। কিন্তু তাকে নয় যে, বেইমানি করেছে।


মানুষের সাথে বেশি মিশলে মানুষই আপনাকে বুঝাবে, কেন মানুষের সাথে বেশি মিসা উচিত নয়।


কেন জানি হাজার মানুষের ভিরে তোমাকেই বেশি ভালো লাগে।


হাতটা যখন ধরেছ, ছেড়ে দিও না। সবাই তো ছেড়ে যায়, তুমি না হয় থেকে গেলে সারাজিবন।


ভালো লাগার মানুস হাজারো হতে পারে, ভালোবাসার মানুস একটাই।


পৃথিবীতে সব মানুষই সুন্দর, অসুন্দর তো মানুষের মন মানসিকতা।


দেখবেন বেশি দায়িত্ব পালন করা মানুষগুলোই একটা সময় সবার কাছে দোষী হয় ।


শুনেছিলাম প্রতিটি নতুন সকাল সাহস নিয়ে আসে, তবে চারদিকে এত হতাশার ছায়া ছড়ালো কে ?


কিছু মানুস আমাকে অনেক ভালবাসে, কিন্তু তাদের প্রয়জনের সময়।


একাকীত্ব আপনাকে যা শেখাবে, পৃথিবীর কোন ভালো বই তোমাকে সেটা শিখাতে পারবে না।


যারা সঠিক ও স্বার্থ ছাড়া কাউকে ভালবাসে, তাদের ভালোবাসা কখনই পূর্ণতা পায় না।


১৭ বছর ধরে যারা আমাকে বড় করল তারাই আমাকে বুজল না, তুমি তো পরের মেয়ে।


কারো কাছে মন খারাপের কথা বলার চাইতে, হাসি মুখে ভালো আছি বলাতাই ভালো।


বোকা মানুষ গুলো কারো কাছে সামান্য একটু গুরুত্ব পেলেই, তাকে আপনজন ভাবা শুরু করে।


জীবনে কাকে কোন সময় দরকার পড়ে বলা যায় না, তাই সবার সাথে ভালো ব্যাবহার করতে শিখুন।


মনে রাখবেন, মানুষের জীবনে ভুল একবারই হয়, কেও এই ভুল থেকে শিক্ষা নেয়, এবার কেউ এই ভুল থেকে ভুল করতে করতে নিজেকে ধংস করে।


অতঃপর আমি বুজলাম, মানুষ সুযোগ বুঝে রং বদলায়।


মানুষকে সময়ে নয়, অসময়ে চেনা যায়।


Fb Caption For Profile Pic


তুমি যার বড় বড় ভুল ক্ষমা করে দিবে, সে তোমাকে তত ছোট ছোট ভুলের জন্য হাজারটা কথা সুনাবে।


খুব কাছের বন্ধুদের সাথে দূরত্ব বেড়ে গেলে, জিবনের আনন্দটা কমে যায়।


ভবিষ্যতে যে মানুষটা তোমাকে বেশি কষ্ট দিবে, সে তোমার বর্তমানে অনেক কাছের মানুষ।


জীবনে ভালো মানুষ না খুজে, নিজেই ভালো হয়ে যাও। হয়তো অন্য কারো মনের ইচ্ছা পুরন হবে,।


পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর সত্য হচ্ছে, মানুষ নিজের স্বার্থের জন্য অন্যজনের সাথে মিথ্যা অভিনয় করে।


একবার আমাড় জায়গায় এসে দেখো, তারপর বুঝতে পারবে সিগারেট কেন জ্বালাইতে হয়।


মনের টান থেক্লে কখনো বিচ্ছেদ হয় না, সপ্ন দুজনের থাকলে সেটা কখনো অপূর্ণ হয় না।


একমুঠো বিকেল দিও, দিও কিছু সন্ধ্যা, তোমার খোপায় বেধে দিবো বেলি কিংবা রজনীগন্ধা।


আমি টাকেই পাওয়ার আশা করে গেলাম, যে আসলেই আমার হতে চায় না।


যার অনুভুতি একবার হৃদয় ছুয়ে যায়, তাকে ভুলে থাকা খুব কঠিন।


বয়সটা ফুরফুরে মন নিয়ে বাঁচার, অথচ বেঁচে আছি বিষাদগ্রস্ত মন খারাপি নিয়ে।


আমি যেদিন থেকে বুঝলাম মানুষ মানুষকে প্রচন্ড নির্মমভাবে য’ন্ত্রণা দিয়ে অপরাধবোধে ভুগে না; আমি মূলত সেদিন থেকেই মানুষ ভয় পাই।


তোমার পাশে থেকেও তোমার মন ছুতে পারিনি অথচ তোমায় নিয়ে দুই লাইন লিখে, হাজারো মানুষের হৃদয় ছুঁই!


তোমাকে না পেলে জানতেই পারতাম না কি করে নিখুঁতভাবে প্রতিশ্রুতি ভাঙ্গা যায়। তোমাকে না পেলে হয়তো বুঝতামই না ভালোবাসা এমন রূপও হয়।


তোমাকে না পেলে হয়তো আমার তোমাকে হারানো আক্ষেপ থাকতো। কিন্তু তোমাকে না পেলে হয়তো আমার আমাকে হারানোর আক্ষেপ থাকতো না।


-তুমি বরং কোন বিলাস বহুল ব্যক্তির সাথে প্রেম করে নিও” এই সস্তা ভালোবাসা আমার-ই থাক


প্রিয় অতীত.. আমার কাঁধে টোকা দেওয়া বন্ধ কর আমি ফিরে তাকাতে চাই না.।


না তুমি আমার হইলা, না তোমার মায়া আমারে অন্য কারো হইতে দিলো


একটা মানুষ রাখার আশায় কত মানুষরে হারাইলাম; অথচ যারে চাইলাম শেষে তারেও হারাইলাম.!


তুমি কষ্ট পাবে বলে আমি আমার কত শত রাগ অভিমান আকাশে উরিয়ে দিয়ে ছিলাম তাও আমার ব্যর্থতা আমি তোমাকে বোঝাতে পারিনি!!


মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে। তবুও টেনে – হ্যাঁচরে জীবনটাকে মানিয়ে নিতে হয়। জীবন সুন্দর!


আমি জানি মানুষ কোথাও দীর্ঘ সময় থাকতে পারে না’ তবে চাওয়া থাকে!” কিন্তু তোমার সে চাওয়াটাই ছিল না!


স্মরণ করিও যদি কখনো ভালোবাসার অভাব হয় আমাকে স্মরণ করিও, আমি বুকে টেনে নিবো তোমায়.!


ভেঙে পড়ার কিছুই নেই, একা বাঁচতে শিখো, চিরদিন কেউ পাশে থাকে না!


নিজেকে শক্ত করে গরে নিও এই শহরে খারাপ পরিস্থিতিতে কেউ পাশে থাকে না.!


খোঁপা খুলে তোমার পিঠের উপর আছড়ে পড়া চুলের মতো বৃষ্টি নেমেছে শহরে


এখন আমিও চাই মানুষ আমার সাথে যোগাযোগ বন্ধ করুক, কারণ একাকিত্ব আমার মস্তিষ্কে মিশে গেছে


মানুষ ধরতে গিয়ে আমরা প্রথমে নিজেকে হারাই, তারপর মানুষও হারাই!


মুক্ত মানুষ বলে আসলে কিছু নেই। জীবনের কাছে সবাই বন্দী আর মৃত্যুর কাছে জীবন বন্দী!


আমরা সহস্র বছর বেঁচে থাকবো বলে স্বপ্ন দেখি; অথচ কুড়ি থেকে ত্রিশ পেরুতে না পেরুতেই জীবনের প্রতি আমাদের প্রচন্ডরকমের অভিমান জন্মায়


কে ছেড়ে গেলো, কে ইগ্নোর করলো, আর কে পেছনে বদনাম করলো, তা দেখার সময় নেই! কিন্তু কে থেকে গেলো, কে খারাপ সময়ে পাশে থাকলো, সেইটা আমার কাছে most Important.  Fb Caption Bangla 


আমি কখন ও চাইনি কেউ আমাকে আক্ষেপ নিয়ে জানুক আমার জন্য অপেক্ষা করুক আমাকে ভালোবাসুক আমার জন্য চিন্তা করুক আমি তো চেয়ে ছিলাম একা বাচতে নির্জনে একলা হাটতে অনেক বসন্ত বাচতে! তা আর হলো কই?


কি অদ্ভুত!! প্রিয় মানুষ টার কথা ভাবতে ভাবতে চোখের নিচে কালো দাগ করে ফেললাম, অথচ মানুষ টা আমারে কোনোদিন ভালোই বাসলো না


যেটা খুব তাড়াতাড়ি আর খুব সহজেই পাওয়া যায় সেই জিনিসটা আবার খুব সহজেই হারিয়ে যায়!


তার কি যায় আসে, যদি আমি নাই থাকি তার পাশে! তাকে তো অনেক মানুষই ভালোবাসে..!


আপনারে ভালোবাসি কথাখান কইতে না পারার দুঃখ” এত বেশি যে সাতশো বছর বন উজাড়ের দাবানলেও ফুরাইবো না!


মানুষ কে দোষ দিয়ে কি করবো “কথায় আছে না অভাগা যেদিকে যায় সাগর ও নাকি শুকিয়ে যায়!


ছেড়ে যাওয়া মানুষ গুলো কীভাবে বুঝবে, তাদের রেখে যাওয়া স্মৃতি গুলো কতটা যন্ত্রণা দেয়!


FB SHORT CAPTION BANGLA 


আমরা মৃত মানুষের অভাব বুঝি’ কিন্তু জীবিত মানুষের আর্তনাদ বুঝি না!


সে তো মায়ার প্রজাপতি ছিলো তাইতো ছোয়ার আগেই উড়ে গেলো,


সৃতি হয়ে নয়, সাথি হয়ে থাকতে পারলে এসো।


তোমাকে বিশ্বাস করা আমার দায়িত্ব, আর আমার বিশ্বাস রক্ষা করা তোমার কর্তব্য।


তুমি হাসলে আমিও হেসে দেই, কি আজব না?


তাকে পাওয়া আমার সপ্ন, সে ভালো থাকুক সেটাতেই আমি ধন্য। আমার খারাপ সময়টা যদি একান্তই আমার হয়, তাহলে আমার ভালো সময়টাও আমারই হোক।


যেদিন থেকে সময় পেলে কথা বলা আর সময় নিয়ে কথা বলার পার্থক্য বুঝতে পারবেন, সেদিন থেকে আপনার অর্ধেক প্রিয় মানুষ কমে যাবে…


ধৈর্য রাখুন দেখবেন হয়তো জিতে যাবেন, নয়তো অনেক কিছু শিখে যাবেন!’


তুমি বললে আমি স্বেচ্ছায় মরে যাই, তবুও দুঃখ দেবার কি দরকার ছিল.।


বিশ্বাসের যোগ্য মানুষগুলোই, যখন বিশ্বাস রাখেনা, তখন আমরা বিশ্বাস করাটাই ছেড়ে দেই পুরোপুরি, ব্যস্ত হয়ে পড়ি নিজেকে নিয়ে শুধু, অন্যদের কথা শুনেও না শোনার ভান ধরি!


পৃথিবীতে ‘মানসিক শান্তি’ থেকে বড় কিছু আর নেই!


যেখানে এটা পাবেন, সেখানেই চলে যাবেন। পিছনে তাকানোর দরকার নাই, পিছনে কিছুই নেই!


ব্যর্থ হয়েছেন। তার মানে এ নয় যে আপনার জীবনে কিছু হওয়ার সময়-সুযোগ সব ফুরিয়ে গিয়েছে। ঘুরে দাঁড়ান। আপনি পারবেন। সফলতা আপনার অপেক্ষায়!


তুমি সফল হও!সফল হলে সফলতার গল্প তোমাকে কারো কাছে গিয়ে বলতে হবে না। আশেপাশের লোকজনই তোমার গল্প অন্যকে শুনাবে!


তুমি আকাশ নীলে ভেসে যাওয়া কালো সাদা মেঘের ভেলা, আমি ক্লান্ত পথিক পথ হারিয়ে, এই তপ্ত দুপুরেই পর হয়েছি সঙ্গী করে তোমার অবহেলা।


লয়াল থাকুন। সৎ থাকুন। নিজের ১০০ শতাংশ দিয়ে থাকুন।


তারপরেও বেরিয়ে আসতে হলে, মাথা উঁচু রেখে বেরিয়ে আসুন। চোখে পানি আসলে, চোখ মুছুন। আর নিজেকে বোঝান, এ ক্ষতি আপনার নয়। কোনওভাবেই নয়..


তোমার শোকে আমার মৃত্যু হোক, তবুও আর তোমার ফেরা না হোক। আবার ও ফিরে এসে দিবে একই ক্ষত।


অনেক তো সয়েছি, হয়েছি নত। তোমাকে ভালোবেসে পুড়েছি অবিরত, তোমাকে ভালোবেসে মরেছি বহুবার, এবার মরিলে ফিরবো না আর.!


আমাদের একদিন সব হবে। বসন্ত হবে, কুয়াশাতে হাসাহাসি হবে, সমুদ্রে চুপ থাকা হবে, সমসময়ের সময় হবে। আমাদের একদিন সব হবে।


যে মানুষ ভালোবাসার অধিকার দেখিয়ে নিজের যত্নের কথা মনে করিয়ে দেয়, সেও একটা সময়ে অযত্নে অবহেলায় একা ফেলে চলে যায়।


চাঁদ মূলত একা, আশেপাশের সবাই কে সৌন্দর্য বিলিয়ে দেয়,


এমন কিছু মানুষ ও আছে যারা অন্যদের কে বিনোদন দেয়, অন্যদের মেন্টাল সাপোর্ট দেয় কিন্তু তারা একা! তাদের কেউ ই নাই!:<3


মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো,কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায়, ম্যাচিউর বানায়, যেকোনো পরিস্থিতিতে মনের জোড় বাড়ায়, একা বাঁচতে শেখায় এবং আপন মানুষগুলোকে চেনায়!’


আক্ষেপ জমতে জমতে একদিন হঠাৎ মন থেকে উঠে যাওয়ার যেই ব্যাপারটা!


তুমি যতই সাধারণ হও না কেনো, যে তোমাকে ভালোবাসবে, তার কাছে তুমি অসাধারণ হিসেবেই গান্য হবে।তোমার যতই খুঁতি থাকুক না কেনো, যে তোমাকে ভালোবাসবে সাম্পূর্ণ তুমিটাকে জেনেই ভাল| বাসবে।   Fb Caption Bangla 


নীরবে ভালোবেসে যাওয়া মানুষের অনুভূতি গুলো পৃথিবীর কেউ কোনদিন বুঝতে পারে না!


এই যে হুটহাট আমার মাথা গরম হয়ে যায়, বিশ্বাস করেন এই ব্যপারটা আমার নিজেরই পছন্দ না!’


যখন মানুষ বুঝে যায়, নিজের দুঃখ কষ্ট ও বেদনার দায় কেবল তার নিজেরই।


তখন মানুষ নিজেকে লুকিয়ে বেঁচে থাকতে শুরু করে। সে জেনে যায় এই পৃথিবীতে সবাই যার যার, তার তার। কারো জন্য কেউ নয়!


আচ্ছা…তোমার কি এতটুকুও খারাপ লাগে না, যেমনটা আমার লাগে?


এই যে আমি ভীষণ বাজে ভাবে তোমাকে সারাক্ষান সিম করি! তুমি করো না?


একটা সময়ের পর মানুষের সব অভিমান হয় তার নিজের উপর.!


জো’র করে কখনো কারো আপন মানুষ হওয়া যায়না। আর আপন মানুষদেরকে কখনো জো’র করতে হয় না।


চলে যাও বললেই কি চলে যেতে হয়? তুমি না হয় পিছন থেকে জড়িয়ে ধরিও আমায়।


চারিদিকে যতোই ভালো কিছু হোক না কেনো, ওই একটা মানুষের সাথে কখনো ঝামেলা হলে মনে কোনো শান্তি থাকে না, কিছু ভালো লাগে না, সবকিছুতেই তখন কেমন যেন বিরক্তি বিরক্তি লাগে!!


কারন প্রিয় মানুষটার ওপর আমাদের ভালো থাকা, খারাপ থাকা অনেকটা নির্ভর করে!


মাঝে মধ্যে ভীষণ অ’শান্তি লাগে!! প্রচন্ড মন খারাপ হয়ে যায়, অসহায়ত্ব বেড়ে যায়!! একাকীত্ব বেড়ে যায়!!


নিজের অসহায়ত্ব কাউকে বুঝানো যায় না!! মন খারাপের পরিমান আরো বেড়ে যায়!! নিজের প্রতি আর নিয়ন্ত্রণ থাকে না!!


কিছু সময় বড্ড খারাপ!! বড্ড বেশিই খারাপ!!


দিন শেষে কেউই পাশে নাই! অথচ আমি বোকার মতো ভাবতাম সবাই আমার পাশে আছে, থাকবে!’


কি সুন্দর আপনার সাথে চলতেছে, হাসতেছে। অথচ শুনবেন এরাই আপনার অগোচরে বদনাম করতেছে।


তুমি আমারে নিজের মতো কইরা চাইলা; হায় আফসোস! নিজের কইরা চাইলা না!


হাসলে সুন্দর, কান্দলে সুন্দর, রাগলে সুন্দর, মুখ ভারে সুন্দর, সাজলে সুন্দর, সুন্দর মানেই ম্যাইয়া-মানুষ


খুব ভালোবেসে ফেললে, সে মিথ্যে বলছে জেনেও মনে হয়, মন দিয়ে শুনি! কিছু মানুষের কাছে আমরা ইচ্ছে করে ঠকতে চাই, একদিন সে বদলে যাবে এই আশায়”


যে মানুষ’টাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন, যার প্রতি প্রচুর আশা রাখবেন, সে মানুষ’টা আপনাকে এমন ভাবে ঠকাবে, জীবনেও ভুলতে পারবেন না!’


সুন্দর ব্যবহার আপনার সঞ্চয় যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে!


তুমি যতটা দূরত্ব চেয়েছো তার থেকেও দ্বিগুণ দূরত্ব নিয়ে আমি হারিয়ে যাব।


একবার এই হৃদয় সান্ত হয়ে গেলে, যাদের জন্য কেদেছি তাদের দিকে ফিরেও তাকাবো না।


মানুষের আছে আঘাত দেওয়ার ক্ষমতা, আর আমার আছে সহ্য করার ক্ষমতা।


রঙ্গে ভরা জীবন আমার কাটছিল বেশ, এক নারীর মায়ায় পড়ে জীবনটা শেষ।


তুমি না ভালোবাসলে অন্য কেউ ভালোবাসবে, পৃথিবীতে যে সবচেয়ে খারাপ মানুষ তাকেও কেউ না কেউ বুকে জড়াইয়া ধরে।


কারো প্রতি ভালোবাসা বেশি প্রকাশ করতে নেই! বেশি প্রকাশ করলে গুরুত্ব কমে যায়!..তখন সে ইচ্ছে করে কারণে অকারণে আপনাকে ইগনোর করবে, কষ্ট দিবে! কারণ সে জানে আপনি তার প্রতি খুব বাজে ভাবে আসক্ত!’


মানুষ কখনোই নিজের ব্যবহারটা, দেখে না যে তারা কিরকম ব্যবহার করলো! তারা শুধু দোষ দেবে যে, তুমি তাদের সাথে কেমন ভাবে রিয়েক্ট করলে! সবাই তোমার রাগ, অভিমানটাই দেখবে তার পেছনের কারণটা কখনোই বুঝবে না!’


মন ভাঙার আওয়াজ হয় না বলেই, সবাই সে মনের ব্য’থা অনুভব করতে পারে না


বাদ দাও সেই সব চিন্তা যা তোমার মনের ক্ষত বাড়ায়! যেখানে তোমার মন ভালো থাকে, মনকে পাঠাও সেই ঠিকানায়। Fb Caption Bangla


ধীরে ধীরে আমার থেকে সবার দূরে সরে যাওয়াটা আমি খেয়াল করেছি! কিন্তু তাদের আটকানোর চেষ্টা করিনি!


যে থাকার নয় তাকে ধরে বেঁধে রাখা যায় না! কেউ আমার সাথে বেশিদিন থাকে না!’


নিজের জন্য কখনো এক ফোঁটা জল ফেলতে পারিনি, অথচ তোমার জন্য না চাইতেও দুচোখ নদী হয়ে যায়।


তুমি এখনো আমার স্বপ্নে আসো। আমি তোমাকে যখনই স্বপ্নে দেখি, তখন দেখি তুমি হাসতেছো। এটা আমার লেখা নয়, এটা তোমাকে নিয়ে দেখা আমার স্বপ্ন..!*


তোমাকে নিয়ে অভিযোগ করবো কার কাছে?..সবাইকে বলেছিলাম তুমি সবার চেয়ে আলাদা।


সে কখনই আমাকে পছন্দ করবে না! কারণ, সে একটি চাঁদ এবং আমি কোটি কোটির মাঝে একটি তারা!


জীবনে এমন একটা মানুষ থাকা উচিত যে বুঝবে আর বোঝাবে, কিন্তু ছেড়ে যাবে না!


একদিন তোমাকে নিজের করে নিয়ে সবাইকে দেখিয়ে দিবো যে সবাই ছেড়ে যায় না..!


ব্যাপার না সব শখ তো আর পূরণ হয় না। তেমনি শখের মানুষ ও কোনো দিন আপন হয় না…!


আমার ত্যাগ হয় যদি কারো হাসিমুখের উৎস, তাহলে হাসিমুখে বিলিয়ে দিবো আমার সর্বস্ব!


আমি এমন একজনকে ভালোবাসি, যার না আছে আমাকে হারানোর ভয়” না আছে আমার পাওয়ার ইচ্ছা”!!


আপনি আকাশ সমান ভালোবাসা দিয়েও সে দিন শেষে তার প্রাক্তন এর কাছেই গিয়ে ঠেকবে


সে জীবন হোক কিংবা দাবা খেলা! জয় তখনই আসবে যদি শেষ পর্যন্ত রাণী সাথে দেয়!


তারাই প্রতারক, তারাই বিচারক! আমি ঠকে গিয়ে প্রতারক, তারা ঠকিয়েও বিচারক!


তারপর আমি দেখলাম আমার আমি ছাড়া আর কেও নাই


Profile Picture Fb Caption Bangla


কোনো মানুষই আপন হয়না! দিন শেষে সবাই স্বার্থপর!♡


তুমি শেষ বিকেলের বিষন্ন মেঘ জমা আকাশের মতই ভয়ংকর সুন্দর


আমার কেউ নেই, এইটা অভিমানে নয় অনুভবেই বলছি।


মানুষ যতই ঘনিস্ত হোক না কেন, যেকোনো মুহূর্তে পরিবর্তন হয়।


তুমি থেকেও না থাকার মত ছিল্র, অথচ আমি ভেবেছি তুমি তো আমারই।


ঘুমালে মস্তিস্ক ঠাণ্ডা থাকে, তবে ভয়ংকর সব সপ্ন হানা দেয়।


এই শহর তো ঘুরে দেখলাম, স্বার্থ ছাড়া মানুষ কই পেলাম?


জীবনে আমার মত করে কেউ আমাকে বুঝেনি।


রাত হলেই এখন একাকিত্বের ভয় শুরু হয়


ছেড়ে চলে গেলেও এতো কষ্ট লাগে না! কিন্তু রেখে যাওয়া স্মৃতি গুলো তার থেকেও বেশি কষ্ট দেয়


শুন্য পকেটে যে নারী পাশে থাকে! সফলতার পরে সে স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে


পৃথিবীর সকল সুখ তোমার হোক! আমার মতো মানুষ তোমার জীবনে আরেকটা না আসুক


ভালোবাসা অনেক ভয়ঙ্কর! মায়ায় জড়ালে ছাড়া যায়না, কষ্ট পেলে ঘৃণা করা যায়না


পৃথিবীতে অনেকেই আছে কিন্তু; “ভুলিতে পারিনা আমার মনে যারে চাই” Fb Caption Bangla


সে কীভাবে বুঝবে আমার শূন্যতা, সে তো অন্যের কাছে খুঁজে বেড়ায় পূর্ণর্তা


মানুষটা আমার কখনো হবে না, এটা জেনেও অনেকে সারাজীবন ভালোবেসে যায়


একজন বিশ্বস্ত এবং যত্নশীল মানুষকেই ভালোবাসুন! মায়ায় পরে ভালোবাসলে পস্তাতে হবে


জীবনে সবথেকে বেশি যাকে ভালবাসছি সেই আমাকে আজকে তুচ্ছ করলো


নিজেকে গুছিয়ে নাও! আজকে যাদের জন্য সময় অপচয় করছো, তারা ঠিকই নিজেদের গুছিয়ে নিচ্ছে


ইচ্ছাকৃত ভাবে যারা হারায় তারা একদিন পাওয়ার জন্য ছটফট করে


দুঃখ পেতে পেতে মনে তালা লেগে যাওয়ার যে ব্যাপারটা


মৃত্যুর মতো যন্ত্রণাদায়ক! যখন ২দিন মায়ায় জড়িয়ে ৩দিনের মাথাই আবার একা ছেড়ে দেয়


আমি আবার সেই সময় ফিরে যেতে চাই; যখন তুমি আমাকে কথা বলার জন্য জোর করতে


যাদের আপনি সাঁতার শিখিয়েছিলেন তারাই আপনাকে ডুবাতে বসে থাকে


ব্যস্ততার মাঝে একট সময় পেলে চিন্তা করে দেখিয়েন! দূর থেকে কেও আপনাকে আকাশ সমান ভালোবাসতো


যে কিনা আগে অপরিচিত ছিলো, সে আজকে সবথেকে বেশি পরিচিত


আমিতো আহামরি কিছু না! আমাকে ছাড়াও ভালো থাঁকা যায়


বাংলা ফেসবুক ক্যাপশন


তাকে পায় কিংবা না পায় কিন্তু তার সাথে কাটানো মুহূর্তগুলো সারাজীবন মনে থেকে যাবে


বিশ্বাস তাকেই করো! যে নিজেকে যে তোমাকে কষ্ট দিয়ে। অপরাধী মনে করবে। ভালো তাকেই বাসো! যে তোমাকে হারানোর ভয় করে।


ভালোবাসার বয়স থাকে না! মায়ায় একবার পরে গেলে তা সারাজীবনই থেকে যায়


আপনার কাছে রূপ আর টাকা আছে মানে আপনি সবথেকে সুখী মানুষ


একবার ছেড়ে যাওয়ার নিয়ত করে ফেললে তারপর আর দোয়া কাজে আসে না


প্রতিনিয়িত ভয় পায় আমি ছেড়ে চলে যাবো নাকি দিন শেষে সেই মনে করিয়ে দেই মানুষ বদলায়


আমি হাজার চেয়েও পেলাম না! আর আরেকজন না চাইতেই পেয়ে যাবে


সে কখনো আপনার ভালোবাসা বুঝবে না! যতক্ষণ না আপনার গুরুত্ব সে বুঝবে!


জীবনের একটা পর্যায়ে গিয়ে কেও হাজার ভালোবাসা দেখালেও তা অনুভব হয়না!


আমি তোমাকে সর্বদা মনে রাখবো! তোমার দেওয়া সুখ, দুঃখ, মায়া সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ


অনেক ভালোথাকা ছেলেটির হঠাৎ পরিবর্তন দেখে সবাই এখন তার থেকে দূরে সরে যেতে বাধ্য


বিশ্বাস ঠিক নিশ্বাস এর মতো, একবার চলে গেলে আর ফিরে আসেনা!


আমি তাকে পাওয়ার জন্য সবকিছু ছেড়ে দিলাম, আর সে কিনা সবকিছু পাওয়ার জন্য আমাকে ছেড়ে দিলো


আমি তাকে পাবো না কখনো! কিন্তু আমার বুকে সেই যে সারাজীবন থেকে যাবে


যারা সাথে থাকার কথা দেই তারাই better option পেয়ে দূরে সরে যায়


একদিন এমনভাবে হারিয়ে যাবো, কেও হাজার খোঁজ নিলেও খুঁজে পাবে না!+


যৌনতার এই শহরে প্রেম যখন মাংস বিলাসী, তখন এই হতভাগা মন সেই নব্বই দশকের ভালোবাসাই বিশ্বাসী


কেওকে অভ্যাস বানিয়ে ফেলিয়েন না। দিন শেষ এ মরার মতো অবস্থা হবে


অতীত আজও নিষ্পেষিত ভবিষ্যতেও মুক্তি নেই, সেসব মানুষ ভীষণ সুখী যাদের স্মৃতিশক্তি নেই-)


মানুষ তলিয়ে যায় মানুষের অভাবে,’মানুষ’ খোঁজ রাখেনি স্বার্থে বা স্বভাবে..!


রুষ নারীকে ততক্ষণ ফুলের মত যত্ন করে, যতক্ষণ নারি ফুলের মত পবিত্র থাকে ।


ঝড়ে ভেঙ্গে যাওয়া ঘর মেরামত করা গেলেও, মিথ্যার ঝড়ে ভেঙ্গে যাওয়া সম্পর্ক কখনই মেরামত করা যায় না।


আপন সেজে আঘাত করা মানুষদের জানাই ধন্যবাদ


একসাথে ৭ ঘণ্টা কাটানো বন্ধুদের সাথে এখন ৫ মিনিটের জন্য দেখা হয় না


ভালো তো দু’জনেই বেসেছিলাম কিন্তু সে তার ভালো থাকাটা চাইলো আমারটা চাইলো না-)


তোমার চেয়ে বেশি লয়াল তো তোমার স্মৃতি, যে আমাকে ছাড়ার নাম পর্যন্ত নেয় না


কারো মনে কোন শান্তি নাই, বসন্ত নাই, অথচ তাদের টাইম লাইন জুড়ে রংবেরং এর হরেক রকমের ছবি


মানুষ বড়ই লোভী, সব থাকা সত্ত্বেও যারে পাওয়া জিবনে সম্ভব না, তারে পাওয়ার লোভ করে


কেমন হতো! যদি কোনো দুর্ঘটনায় আপনার সব স্মৃতি মুছে যেতো, আর আপনি নতুন করে জীবন শুরু করলেন-)


মানসিকভাবে ভেঙে পড়া, নিজের সাথে নিজের যুদ্ধ চলা সব একদিন সফল হয়ে যাবে। শুধু থেকে যাবে পৃথিবীর বাজারে প্রিয়জনদের রূপ। দুঃসময়ে পাশে না থাকার আঘাত, এড়িয়ে যাওয়া, উপেক্ষা করে চলে যাওয়া কাছের মানুষদের থেকে পাওয়া দারুন সব ক্ষত!


আমাকে কেউ অসম্ভব ভালোবাসুক;  আমায় ছাড়া কিচ্ছু না বুঝুক,,ভোর, সন্ধ্যা পা’গলের মতো শুধু আমাকেই খুঁজুক!


নারী সুদর্শন কাউকে চায় না, চায় কেউ একজন তাকে যত্ন করুক, সময় দিক এবং কঠিন ভাবে ভালোবাসুক!


আমি চায়ের কাপে রেখে দেই সেটুকু ভালোবাসা হলেও দিয়ো। যে টুকু চা, মোটকথা, আমাকে একটু হলেও ভালোবাসো।


যার যত বেশি আবেগ, সে তত বেশি মারা খায়।


হাজারজনের সাথে কথা বলতে চাই না, তোমার সাথেই হাজারটা কথা বলতে চাই।


অপেক্ষা করতে পারি যদি নিশ্চয়তা দাও দীর্ঘ অপেক্ষার পর আমার হবে


নিজেকে “অপচয়” করা ছাড়া, তেমন কিছুই করা হলো না জীবনে Fb Caption Bangla


সবার কাছে নিজেকে প্রমাণ করার দরকার নাই যদি তুমি জানো তুমি সঠিক.. ব্যাস সেটাই যথেষ্ট


তুমি একান্তই আমার থেকো কারণ আমি তোমার পাশে কোন নক্ষত্র এবং তারা সহ্য করতে পারিনা


তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার ক্ষমতা আমার কখনো জন্মাবে না..!


~ এখন আর কিছু নিয়ে ভাবি না যা আছে কপালে তাই হবে ~


সে আমার হলে, আমি সব হারাতে রাজি 🙂


ফেসবুক ক্যাপশন


আমাকে আমার মতো কেউ বুঝুক, আমার অনুপস্থিতিতে কেউ আমাকে খুঁজুক, ভালোবাসি বলা লাগবে না, তবুও কেউ আমাকে অনেক ভালোবাসুক13

রিলেশনশিপ তো দুরের কথা আমার বন্ধুত্বেও jealous feel হয়। আমার বন্ধু আমার নাইলে আমার দরকার নাই!


জীবনে আফসোস থাকা খুব প্রয়োজন তা না হলে সৃষ্টিকর্তার কাছে মানুষ চাইতে ভুলে যাবে


তাকে আমি আমার শহরের রাতের আলোকিত চাঁদ বানাতে চেয়েছিলাম


সে কালো মেঘ হয়ে অন্ধকারে ছেয়ে দিল আমার শহর


যে ফুল যত সুন্দর তার নিহত হওয়ার সম্ভবনা তত বেশি…!!


আমার কোনো শখ নেই হারিয়ে গেছে শখের মানুষটা!


আমি জানি তুমি খুব আগেই অন্য কারো হয়ে গেছো

কিন্তু আমার গল্পে তুমি কখনোই অন্য কারো হবে না

তুমি শুধু একান্তই আমার কীরণ গল্পটা আমার


জন্ম থেকেই কপাল পোড়া তুমি এসে বুক টাও পুড়ে দিলে.!


মায়ায় ঘেরা চোখ ছিল তার! তার চোখের নেশার ঘোর কাটেনি এখনো আমার


যাদের ছাড়া আমাদের চলেই না খেয়াল করে দেখবেন তারাই আমাদের ছাড়া প্রতিনিয়ত ভালো থাকে


আমাদের বিচ্ছেদ হয়েছে প্রায় অনেকদিন,,কিন্তু ভাবতে অবাক লাগে এখনো তুমি আমার হঠাৎ মুচকি হাসির কারণ


রেখে দেন না আমাকে তোমার করে, আমি থাকতে চাই তোমার পুরো শহর’টা জুড়ে…


কারো প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে নেওয়াটাই উত্তম..।


নিজের বিবেকের কাছে সৎ থাকার মত মানসিক শান্তি এর নেই।


সে থাকতে চেয়েও থাকে নাই, অথচ কত মানুস থাকার জন্য কান্না করেছে আমি রাখি নাই।


দুনিয়াতে সব থেকে বড় ধোঁকা হল, সব মানুস এক না বলা মানুষটাও যখন সবার মতই প্রমান হয়ে যায়


আমার প্রেম করার কোন নিয়ত ছিল না, শুদু একজোড়া চোখের মায়ায় পরেছিলাম, কে জানত এইটায় জিবনের বড় ভুল হবে ।


বাড়ুক তাদের ভালো থাকা, যারা আমার পাসে ভীষণ মায়া করে থেকে যেতে পারল না ।


জীবনসঙ্গী হতে হবে বিশ্বাসী, যাকে মুক্ত পাখির মত উড়তে দিলেও অন্য কোন ডালে বাসা বাধবে না, যাকে বিশ্বাস করলে ভেঙ্গে দিবে না।


Fb Caption Bangla Sad


মানুসের দুর্বলতা হল মানুস শত চেষ্টা করলেও তার অতিতকে ভুলতে পারে না, কিছু মায়া তাদেরকে তারিয়ে বেরায়।


চোখ ঘুরাইলে শত্রুর অভাব নেই শতভাগ সাফল্য নিয়ে টিকে থাকতে হয় কারণ একতার শক্তি মারাত্মক ভয়ংকর


নীরবতা যখন কথা বলে, তখন শব্দ নিজে থেকেই চুপ হয়ে যায়!!


কিছু মানুষ কখনো জানবে না যে,, তারা কারো মনের বিশাল জায়গা জুড়ে ছিল,,!


এতো চাপ নেওয়ার কিছু নাই, কিছু মানুষ ছাড়া’ও জীবন সুন্দর!


আপনি ঠিক কুয়াশার মতো। আপনাকে দেখি, অনুভব করি কিন্তু ছুঁতে পারি না! ঠিক সেই শুকতারার মতো….


♡ভালোবাসা’টা শখ বা বিলাসিতা না ভালোবাসা হলো একটা মানুষের প্রতি নিঃস্বার্থ অনুভূতি


-সব চাওয়া পূর্ণতা পেলে, মানুষ চাইতে ভুলে যায়,তাই কিছু চাওয়া অপূর্ণ থাকাই ভালো..!!


জীবনে খুব কম মানুষই পাবেন যে কিনা জীবনের শেষ অবধি থেকে যাবে, যারা পেয়েছেন বা পাবেন, তারা না হয় খানিকটা যত্ন করে রেখে দিবেন!


মাঝে মাঝে অনিচ্ছা সত্বেও দূরে সরে যেতে হয়, এটাকে কেউ বলে দূরত্ব আবার কেউ বলে ম্যাচুরিটি!!


শূন্যস্থান কখনো শূন্য থাকে না, কোন এক সময় সে বালু কণা দিয়েও পূর্ণ হয়ে যায়…!


তোমার ঘরের দেওয়ালে দেওয়ালে আনমনে দাঁড়ানো বারান্দার গ্রিলে, যত অপরাজিতার রং মাখা রোদ সবখানে ভালোবাসা বুনে দেবো তুমি মেখে নিও সবটুকু ভালোবাসা


তুমি দূর থেকে অনেক মায়াবী,ফুল তোগাছি সুন্দর হাতে আসলে নষ্ট হয়ে যায় তুমি গাছেই থাকো


মানুষ তখনই একাকীত্ব অনুভব করে যখন তার অনুভূতিগুলো কাউকে প্রকাশ করতে পারেনা


তোমার অপেক্ষায় সারা জীবন থাকবো কখনো তোমাকে ডাকবো না গল্প এবং ছন্দ তোমাকে নিয়ে লিখব কিন্তু কখনো তোমার নাম লিখবো না


যে যাকে পেয়ে ভালো থাকে তাকে তারই হতে দেওয়া উচিত, কারন ভালো রাখার নামই ভালোবাসা.!


যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে” সে তোমাকে দিনশেষে একবার হলেও খুজবে!”


গল্পটা তখনই ভালো ছিলো যখন তুমি ছিলে অপরিচিত আর আমি ছিলাম আমার আমিতে সীমাবদ্ধ ||•


ভালোবাসলেই যে পেতে হবে তা তো কোন কথা নেই তাই বলে কি ভালোবাসবো না…!!


মানুষের কাছে তোমার মূল্য ততদিন থাকবে।, যতদিন তোমার প্রয়োজন আছে,,!



মানুসের ভিড়েও যদি মানুসের শূন্যতা অনুভব কর, তবে বুজে নিও, তুমি যার শূন্যতায় ভুগছ সে তোমার জগত এ নেই।


অনেক অবহেলার পরেও শুদুমাত্র একটা মিষ্টি কথায় গলে যাওয়া মানুষগুলো, চিরকাল অহ্নের ভালো মন্দ নিয়েই ভেবে যায়।


হেসে সব কথা ভুলে যাই, টাই বলে এমন না যে কথা গুলো হৃদয় এ আঘাত করে না ।


কিছু ভুল যেমন অনেক কিছু শিখতে সাহায্য করে, ঠিক তেমনি কিছু আঘাত মানুষকে চিনতে সাহায্য করে।


তুমি আমার ব্যক্তিগত মানুষ তোমার উপর কারো নজর আমার সহ্য হয় না


ভাগ্যে থাকলে হাজারো বাঁধার পড়েও সে আমার হবে Fb Caption Bangla


মায়ায় জড়ানো যাবে না. মানুষ অতিথি পাখির মতো… আসবে আবার নিজের ইচ্ছার উড়ে চলে যাবে..


তোমাকে ভুলার ক্ষমতা সত্যি আমার নেই হাজার কষ্টের মাঝেও তোমাকেই মনে পড়ে


প্রিয় মানুষের চোখে চোখ রেখে দেখার মুহূর্তটা অসম্ভব সুন্দর


তুমি চেয়ে দেখো আমায় আমি তোমার হয়ে যাব নির্দ্বিধায়


হাজারবার রাগ হোক। হাজারবার অভিমান হোক! তবুও সবশেষে আমি একটা কথা বলবো। তুমি একান্ত আমার তোমাকে ছাড়া আমার চলবে না..!


যার ঘর নেই… তার ও সন্ধ্যা আছে কেউ আসবেনা জেনেও মানুষ অপেক্ষায় বাঁচে।


তুমি যদি আমাকে কষ্ট দিয়ে হাসতে পারো যাও তোমার হাসিতে আমার সুখ


মানুষ যতই MENTALITY STRONG হোক না কেন,,ঘুরে ফিরে সে ও একজনের কাছে অসহায়,,


আমাকে আমার মতো কেউ বুঝুক, আমার অনুপস্থিতিতে কেউ আমাকে খুঁজুক, ভালোবাসি বলা লাগবে না, তবুও কেউ আমাকে অনেক ভালোবাসুক


আমি কখনো চাইনি আমাদের মাঝে প্রেম হোক! কারণ প্রেম মানেই বিচ্ছেদ! আমি চাই তুমি শুধুই ভালোবাসো আমাকে, ভালোবাসায় বিচ্ছেদ নেই


সে অন্য কারো সাথে কথা বলবে, অন্য কেউ তাকে দেখবে, এটা সহ্য করার মতো শক্তি আমার নেই..!


তুমি থেকে গেলেই হবে..আমার আর কাউকে লাগবে না!’


যারা সঠিক ও স্বার্থ ছাড়া কাউকে ভালবাসে, তাদের ভালোবাসা কখনই পূর্ণতা পায় না।


১৭ বছর ধরে যারা আমাকে বড় করল তারাই আমাকে বুজল না, তুমি তো পরের মেয়ে।


কারো কাছে মন খারাপের কথা বলার চাইতে, হাসি মুখে ভালো আছি বলাতাই ভালো।


মায়া থাকলে বিড়াল ম**রলেও পাহাড় সমান ক*ষ্ট লাগে, আর মায়া না থাকলে মানুষ ম**রলেও গায়ে লাগে না।😊💔


♡ জীবন'টা ফানুশের মত সবাই উড়তে দেখে, কিন্তু পুড়তে দেখে না!


সব থেকে খারাপ নেশা হলো, কারোর মায়ায় নিজেকে জড়িয়ে ফেলা...!😔


এমন বৃষ্টির দিনে পাহাড় চূড়ায় বসে এক কাপ চা খেতে পারলে ভাল্লাগতো 🖤✨


বিছানায় শুবে, মোবাইল টা রাখবে। এক মিনিটের মাথায় ঘুম এসে যাবে, সারা রাত শান্তির ঘুম হবে। এমন শান্তির রাত সবার আসুক ❤️


যে অন্ধকারের মধ্যে তুমি নিমজ্জিত, ধৈর্যের সঙ্গে দোয়া করতে থাকো, প্রভাতের সুর্য শীঘ্রই আসবে।❤️


লোকে বলে মানিয়ে নিতে পারলেই বেশ আর আমি বলি মানিয়ে নিতে নিতেই জিবন‌ শে'ষ 😅💔


ছাইড়া যাওয়ার নিয়ত করেই যে আসে, তারে তুমি বাঁধবে কোন জাদুতে.?😔💔


কিছু মানুষ কখনোই বুঝবে না তাদের জন্য, কতটা আশা বুকে চেপে রেখে সময় অসময়ে অঝোরে চোখের জল ফেলেছি...!🥲💔


তোমারে হারায়ে ফেলেছি,এই কথা বিশ্বাস করে না,আমার বে'হা'য়া হৃদয়!💔😅


আমাদের যা কিছু ভালো হওয়ার কথা ছিলো সে সব ভালো তোমার হোক.!❤️‍🩹


আমার কোন ‘পূর্ণতা’ নাই আমারে ''শূন্যতায়'' ভালো মানায়.!😅💔


অনেক হয়েছে আর না... এখন নিজের কাছে নিজের ফেরার পালা। ❤️


তোমার দিকে এমন ভাবে তাকিয়ে থাকতে ইচ্ছে করে।

যেমন করে একটা শুকনো রুটির দিকে তাকিয়ে থাকে একটি ক্ষুধার্ত পথশিশু🥺🌸


ভুলে যেও না এটা কথা সবসময় মাথায় রাখিও,

তুমিই শুরু তুমিতেই শেষ, তুমি হারালে আমার গল্প সেখানেই শেষ!🤍


তুমি বরং 'বিজি' থাকলেই নক দিও! 'ফ্রি' থাকলে তো যে কেউ নক দিতে পারে! 'বিজি' থাকার সময় টা তে নক দিয়ে আমাকে বুঝিয়ে দিও 'আমি তোমার কাছে স্পেশাল ❤️


- কেনো যে বড় হলাম এখন খারাপ লাগলেও চিৎকার করে কাঁদতে পারি না!😅❤️‍🩹


দিন শুরু হচ্ছে আর শেষ হচ্ছে, মাঝে কি হচ্ছে জানি না। 💔


খুব ছোট্ট বিষয়ে যেমন আমি আনন্দিত হই। তেমন খুব ছোট্ট বিষয়েও আবার ভীষন আঘাত পাই। 🙂


"আর কিছুক্ষণ কথা বলি! খুব মিষ্টি একটা আবদার, যা কিনা যার তার কাছে করা যায় না, যারা স্পেশাল হয় তাদের কাছেই করা যায়।❤️🌸


নরম মনের মানুষকে কষ্ট দিও না। অতিরিক্ত চিন্তার কারণে তারা রাতে ঘুমাতে পারে না... 💔


কেমন ভাঙ্গা টা, নাহ তুমি আমারে ভাঙ্গলা,আমি আজো নিজেরে জোড়া লাগাইতে পারি নাই! 💔


আমি যে সমস্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি তা আমি নিজেই নিজেকে সামলাচ্ছি।😊💔


জীবনের একটা রিস্টার্ট বাটন থাকলে। জীবনটাকে আবার নতুন করে শুরু করতাম!😅💔


আমি তাকেও যেতে দিয়েছি, যার চলে যাওয়ার কথা ভাবলে আমার দেহ থেকে রুহু বের হয়ে আসতো।


তোমাকে পাওয়া হবে না জেনেও নিয়তির বিরুদ্ধে দাড়িয়ে! আমার সমস্ত প্রার্থনার ঊর্ধ্বে তোমাকে এমন ভাবে চাইলাম, যেনো তোমাকে পাওয়া মৃত্যুর মতো সুন্দর !!! 😢💔


আমার এতো এতো আকুতি,এতো এতো চোখের পানিও তার হৃদয় ছুঁতে পারে নি!💔😅


রাত হলেই আমার মন খারাপ হয়ে যায়, কোনো কারণ ছাড়াই অটোমেটিক, কিছুই ভালো লাগে না আমার, কোনো কাজেও মন বসে না, শুধু টেনশন করি কোনো না কোনো কারণে তবুও কারণ খুঁজে পাই না... 🌸


ভালোবাসা কে যদি আসলে চোখে দেখা যেতো বা কোনো ভাবে পরিমাপ করা যেতো তাহলে আমি তোমাকে বুঝাতে পরতাম আমি তোমাকে কত ভালোবাসি...🖤🌸


হুট করে মন খারাপ হয়, কিচ্ছু ভাল্লাগে না, শুধু ফিল করি আমার কি যেনো নাই!💔😥


আপনি আমার হলে সব ঠিক থাকে, কখনো একটু দূরে গেলে পুরো দুনিয়াটাই এলোমেলো লাগে ! ✨🖤


সবার মন থেকে উঠে গেছি,এখন আল্লাহ উঠাই নিলেই ঝামেলা শেষ 🙂


সে আমাকে ভালোবাসে না, এটা আমার ব্রেন বুঝতে পারলেও মন'কে কোনভাবেই বুঝাইতে পারি না.!🙂💔


চুপ থাকতে শিখে গিয়েছি কারণ মুখ দিয়ে বুকের ব্যাথা প্রকাশ করা যায় না 😄💔


এই মহাবিশ্বে কেউ একা থাকতে চায় না, মানুষের অনেক স্বপ্নভঙ্গ হলে মানুষ একা থাকতে চায়! 🙂💔


তুমি বুঝাও তুমি আমাতে আকৃষ্ট। আবার সেই তুমিই বুঝাও তুমি আমার কেউ না।😊💔


শূন্যস্থান কখনো শূন্য থাকে না, ধুলাবালি দিয়ে হলেও পূরণ হয়ে যায়। 🖤😇


কিছু জিনিস পেতেই হবে এমন কোন কথা নেই, অনেক কিছু দূর থেকেই সুন্দর। ✨🖤


কিছুক্ষণ চাঁদ দেখলে আনন্দ লাগে, অনেকক্ষণ চাঁদ দেখলে নিজেকে অসহায় লাগে ❤️‍🩹


আমি দোষ দিবো কারে, কথায় আছে না ''অভাগা" যেদিকে যায় সাগর নাকি শুকিয়ে যায়।🙂💔


কিছু মানুষের কাছে ভালোবাসার থেকে তাদের জে'দ, হাজার গুণ বেশি মূল্যবান..!🙂💔


ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কথাটা আসলে, ধীরে ধীরে সব সহ্য হয়ে যাবে। বুঝায়! 🙂


ভুল জায়গায়,ভুল মানুষের জন্য আমি নিজেকে ভ'য়ানক ভাবে ক্ষতবিক্ষত করেছি!💔😅


ভাগ্যিস মাথার উপর একজন আল্লাহ আছে,না হলে আমার এত কষ্ট যন্ত্রণার কথা কার কাছে বলতাম!


ভূমিকম্প হয়েছিলো বুক পাঁজরে, যা তুমি টেরও পাওনি, আসলে তুমি প্রেমে পড়েছিলে, কখনোই আমায় ভালোবাসো'নি-!!🖤🌸


পুরনো মেসেজ গুলো আমাকে শুধু ভাবায়, মানুষ কিভাবে এতো দ্রু'ত বদলে যায়!🙂


কথাটা বললে মানুষটা কষ্ট পাবে,  এটা ভেবে অনেক উচিত কথাই হজম করতে হয়।


কেমন ভাঙ্গা-টা, নাহ্ তুমি আমারে ভাঙ্গলা, আমি আইজো নিজেরে জোড়া লাগাইতে পারি নাই.!😊💔


মানুষ তখনই সত্যিকার দরিদ্র হয়ে পড়ে, যখন তাকে একাকীত্ব ঘিরে ধরে!😅


—যাদের ভালোবাসা পাওয়ার কোনো যোগ্যতা নেই আমরা তাদেরকেই ভালোবাসি!😅💔,


অভিমান ভাঙাতে একমাত্র সেই জানে যে ছেড়ে যাওয়ার জন্য নয়" থেকে যাওয়ার জন্য আসে..!!


মানুষ অদ্ভুত,পৃথিবীতে একা এসেও একাকীত্ব মেনে নিতে পারে না!💔😅


তুমি চলে যাওয়ার পর য'ত্ন কি জিনিস সেটা'ই ভুলে গেছি!💔😅


মানুষ ওই মানুষের ঔষধ, কেউ দেয় মানসিক শান্তি,আর কেউ দুঃখ!🙂


এই যুগের সবচাইতে বড় ক্ষুধা মেবি একটু যত্ন, জেনুইন ভালোবাসা!🤍


দূরত্ব কখনও মানুষের প্রতি মায়া কমায় না, যে থাকার সে দূরে হলেও থেকে যায়।🖤🌸


কখনও কখনও নিজেকে খুশি করতে, আমি কল্পনা ব্যবহার করি!😊💔


মানুষ ঠকায়েন না ভাই। মানুষ বাঁচেই বা কয়দিন! মানুষের বদদোয়া মানুষকে ভালো থাকতে দেয়না।


জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু ন"ষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু 🙁


ফেসবুক ক্যাপশন 


একা থাকার একটা ভালো দিক আছে... কারন, একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না।


আপনার কি পরিমান ইনকাম এটা জানার কৌতূহল অনেকের। কিন্তু,আপনি কি পরিমান কষ্ট করে ইনকাম করেন এটা জানতে চাওয়ার মানুষ একজনকেও পাবেন না। 😊 Indeed


যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। সুতরাং কষ্ট পেলে ক্ষমা করতে শিখুন।


চোখ দুটো বড্ড 'বেহায়া' ক্ষনে ক্ষনেই তার "মুখের" প্রতিচ্ছবি ফুটিয়ে তুলে!💔😅


জীবন সবার জন্য এক না, আমাকে দেখো, আমি সব কিছুতেই অভাগা।😅💔


যে আপনারে ভালোবাসে না,আপনার দুঃখও তার কাছে নাটক মনে হবে!💔😅


আপন মানুষ বেইমানি করলে তাঁর খেসারত দিতে হয় জীবনভর...💔


মানুষের বদ'দুআ, নিঃশব্দে দু'ফোঁটা চোখের পানি, আকাশের দিকে তাকিয়ে একটা ভারী দীর্ঘশ্বাস-খুবই ভ'য়াবহ জিনিস!❤️


শেষমেষ ওই কথাগুলাই সত্য হইল,যেই  কথাগুলো  আমার আম্মায় কইত!


যে মাথায় একবার ক্যারিয়ারের চিন্তা ডুকে গেছে, সেই মাথা নিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়াটা মুশকিল।


প্রত্যেকটা অগোছালো, উড়চ'ন্ডী, বদ'মেজাজি, নারীর জীবনে একজন দায়িত্বশীল যত্নবান পুরুষ থাকুক!!🖤🌸🖇️


একমাত্র মানসিক শান্তির চেয়ে বেশি সুন্দর এই দুনিয়ায় কিচ্ছু নেই , মানুষ সুখে থাকলে তার মুখ আপনা আপনিই গ্লো করে! ❤️


আগলে কেউ রাখেনি, কেউ রাখেও না ভালোবাসি সবাই বলে, শেষ অব্দি সবাই থাকে না!💔😔


''মৃত্যুই সুন্দর ।  মৃত্যুতেই মন কাড়ে।  মৃত্যুতেই মায়া বাড়ে


কোন কিছুতেই অল্পতে হতাশ হবেন না। উপরে যিনি আছেন তিনি সবসময় আমাদের পাশে থাকেন,ইনশাআল্লাহ🖤🌸


ঘুরছি, ফিরছি, খাচ্ছি, ঘুমাচ্ছি কিন্তু দিন শেষে আমি ভালো নাই!🙂


আয়নায় নিজেকে দেখলে খুব মায়া লাগে আগে কি ছিলাম আর এখন কি হয়ে গেছি..! 🙂💔


আমার খারাপ লাগায় কারো কিছু যায় আসে না, And I accept it ❤️


চিৎকার,‌ কোলাহল, ডাকাডাকি আমার এখন এসব একদম অসহ্য লাগে!🖤🙂


একটা মানুষকে পাওয়ার জন্য, হাউ'মাউ করে কান্না করার যে ব্যাপার টাহ্.!😔💔


টাকার ঋণ এক সময় পরিশোধ হয়ে যাবে, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কখনো পরিশোধ করা যায়না! ❤️


তুমি বুঝাও তুমি আমাতে আকৃষ্ট।

আবার সেই তুমিই বুঝাও তুমি আমার কেউ না।😊💔


অপেক্ষা সুন্দর..! কিছু মানুষ আজও অপেক্ষায় আছে শেষটা সুন্দর হবে বলে..!💔


সবচেয়ে বেশি কষ্ট তো তখন হয়, যখন কারো সত্যিটা জানার পরেও সে  মিথ্যে বলে.!💔


মানুষের ক্ষতি করাটাও এক প্রকারের ঋণ, যা আপনি কারও না কারও পক্ষ থেকে ফেরত পাবেনই!


অনেক বছর পর হলেও আপনি প্রমান পাবেন, আল্লাহ আপনাকে যে জিনিসগুলা দেননি সেটা আপনার জন্য কখনোই কল্যাণকর ছিলোনা!🖤🌸


সবশেষে আমরা পাই একটা অ'সহায় জীবন, যে জীবন নিয়ে আমাদের আফসোস এর শেষ থাকেনা! 🖤


মানুষ চিনতে ভুল করার ব্যাপারে কোনো অ্যাওয়ার্ড থাকলে আমার ঘর ট্রফি দিয়ে ভর্তি থাকতো! 💔🌸


মানুষ নাকি বদলায় না, এটাও একজন বদলে যাওয়ার আগেই বলেছিল..! 😅💔 Fb Caption Bangla


তুমি ছাড়া একশো মানুষ সঙ্গ দিলেও আমার মধ্যে তোমার একাকিত্ব রয়ে যাবে!💔😅


আপনি যদি জীবনে কিছু একটা করতে চান,  তাহলে আপনার পরিকল্পনা সম্পর্কে কাউকে বলবেন না,

কারণ বদ নজর সত্য 🙂💔


শুধু আমাদের বালিশই জানে, যে আমরা দুনিয়া থেকে কতটা আবেগ লুকিয়ে রাখি।🙂💔


উপন্যাস সাক্ষী আছে! মানুষ প্রথম যার কাছে প্রেম শেখে তার সাথে কখনো আর সংসার হয় না!😅💔


'কিচ্ছু হবেনা,টেনশন করিস না।আমি আছি।'এইটুকু ভরসা দেয়ার মানুষ যার আছে,সে একা না।কোন কঠিন আঘাতই তাকে ভাঙতে পারেনা।আমাদের জীবনে এমন দু একটা মানুষ থাকা খুবই দরকার!!🌸🖤


জীবন আমাকে এতো ক্লান্ত করেছে যে আর কোনো কথা অবশিষ্ট নেই। এবার শুধু নীরবতা....


তোমার একজোড়া চোখের বর্ণনায় গোটা এক উপন্যাস লেখা সম্ভব..!!✨🖤


আজ আপনার অবস্থান নেই বলে যারা আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করে। আপনি আগামীকাল বড় কিছু অর্জন করে দেখুন তারাই সবার আগে আপনার পাশে ভিড় জমাবে।


আমি যারেই কাছের ভাবি সেই হুট করে কেমন জানি বদলায়া যায়!💔😅


হারাতে হারাতে মানুষ একটা সময় হারানোর বোধটাই হারিয়ে ফেলে.!😓💔🥀


কিছু মানুষ কে আমি আর জীবনে আমার চোখের সামনে দেখতে চাইনা! ভুলেও যাতে আর চোখের সামনে আর না আসে!!


একজীবন খালি মানিয়ে নিতে নিতেই গেলো কিন্তু আমারে মানাইয়া নেওয়ার মতো কাউরে পাইলাম না!💔😅


এমন একটা সালের নাম বলো,যে সাল তোমার পুরো জীবনকে তছনছ করে দিয়েছে।


আচ্ছা আমরা যাদেরকে মিস করি, তারাও কি আমাদেরকে সমান ভাবে মিস করে?💔🌸


অধিকাংশ মানুষ তার পোস্টে নির্দিষ্ট মানুষের রিয়েক্ট খোঁজে!😊💜


“চিৎকার” করে কা'ন্না করতে চেয়েও যখন কা'ন্না করা যায় না তখন বুঝা যায় তীব্র “যন্ত্র'ণা” কি!💔😅


তোমার যতো কাছে যেতে চাই, তুমি আমার থেকে ততো দূরে যাও!  দুজনের আয়ু কমছে, দূরত্ব আর কমলো কই?


আমার মাকে কোনো দুঃখ স্পর্শ না করুক। আমার মা সুস্থ থাকুক। আমার মা ভালো থাকুক। আমার মা, আমার কাছাকাছি থাকুক।💙🌸


--রবের নিষিদ্ধ কাজ গুলোর প্রতি " আমাদের এক আকাশ সমান অবহেলা জন্মাক..!!😞🤍🫀


জীবনে এমন পর্যায়ে দাঁড়িয়ে আছি, যেখানে থাকলে একজন মানুষ অন্ধকার হতাশা ছাড়া আর কিছুই দেখতে পায়না!💔😅


আমার মাথায় যত চুল,তত বছর আমার মাকে হায়াত দিও মাবুদ।❤️🌸


যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। সুতরাং কষ্ট পেলে ক্ষমা করতে শিখুন।❤️


সব ভুল মুছে দিয়ে তুমি আমাকে এক গুচ্ছ ফুল ভেবে রেখে দিও, আমি সারাজীবন থেকে যাবো! 🌸


খুব কাছের ফ্রেন্ডদের সাথে 'দূরত্ব' বেড়ে যাওয়ার মতো বাজে জিনিস আর নাই! হাহাকার লাগে খালি! বলাও যায়না,সহ্য ও করা যায় না!


নিজের উপার্জন এর টাকায় বাবাকে একটা শার্ট কিনে দেওয়ার স্বপ্ন মেয়েরাও দেখে!😊🖤


যার জন্য একবার হৃদয় থেকে মায়া জন্মায়। তাকে ভুলে যাওয়া মৃ'ত্যুর সমতুল্য!💔😅


—প্রতিটা ক্ষেত্রে ধ্বংস হয়ে যাচ্ছি,একমাত্র ভরসা ছিলে তুমি,কিন্তু এখন তুমিও নেই!😅💔


আল্লাহ্ আপনাকে ভেঙে যেতে দিবেন না, আর তিনি আপনার জন্য এমন জায়গা থেকে সাহায্য পাঠাবেন যা আপনি কল্পনা ও করতে পারবেন না!!❤️


বন্ধু নিয়ে গর্ব করতে নেই সময়ের ব্যবধানে একদিন সবচেয়ে কাছের বন্ধুরাও থাকে না!'💔😅


এমন একটা পরিস্থিতিতে আছি, কেউ যদি মাথায় একটুখানি হাত রাখে, তাহলে চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসবে! 😅


রোবট হবো,, ব্যাথা নেই, কথা নেই, শখ নেই, দুঃখ নেই, অনুভুতি নেই।😊💔


ক্যাপশন বাংলা 


আপনি যখন কাউকে ভালোবাসবেন না, তখন দেখবেন সে আপনার জন্য সব কিছু করতে রাজি। কিন্তু আপনি যখন ভালবাসতে শুরু করবেন তখন আপনি অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাবেন..!


কারোর ওপর বেশি নির্ভর হওয়া উচিত না, মানুষ 'নতুন মানুষ পেলে একসময় বদলে যায়! ♡


র'ঙ কোন ব্যাপার না যদি ভালবাসা সত্যি হয় তাহলে সবই সম্ভব!💗


নিজের স্বপ্নকে এতোটা সময় দিন,যাতে আপনাকে চোখে দেখাটাও মানুষের স্বপ্ন হয়ে যায়..!💜


তারপর বহুদিন পর, তোমাকে শেষবার জিগ্যেস করবো "কেন ভালোবাসো নাই? 💔🌸


শুধু বিপদে পরলেই নয়। সবসময় আল্লাহকে স্মরণ করুন❤️

সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।


আমি মনে করি, One Side love is best কারণ তুমি যাকে কল্পনাতে ভালোবাসবে, তাকে কেউ কখনো তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না!❤️


একদম চুপ, একটাও কথা বলবে না, সব দো'ষ তোমার!!🖤


ওই যে বলে না সয়ে গেলে দুঃখটা ও সুখ, বর্তমানে সেই সুখেই আছি!😅💔


তবে আমার এই নিঃসঙ্গতা একাকিত্ব যদি তোমার নামে উৎসর্গ করি? সে দ্বায় কি তুমি নেবে?


সে আমাকে কোনদিন পাওয়ার আশাই করেনি, আর আমি তাকে হারানোর ভয়ে পা'গলের মতো কাঁন্না করছি!💔😅


বাবা কত দিন দেখি না তোমায় কেও বলে না মানিক কোথায় আমার ওরে বুকে আয়..!🖤🖤


১০০ বার মন ভেঙে যাচ্ছে ১০১ বার চাইতে শিখুন, আপনার রব আপনাকে দিবেই, ইনশাআল্লাহ।💙


খুবই আজব ভালোবাসা ছিল তার। সে অন্য কারো হইতে চাইতো, আবার আমাকেও রাখতে চাইতো.!💔😅


এই পৃথিবীতে সবচাইতে বিষাক্ত মানুষ হচ্ছে সে, যে আপনাকে ভালোবাসে না ,আবার আপনাকে হারাতেও চাই  না..! 😅💔


এতো সব বেইমানির মাঝে “নিঃশ্বাসটা” বেইমানি করলেই বোধহয় ‘আমি’ বেঁচে যাই!💔😅


ঠকে যাওয়া মানুষ গুলো কাউকে ঠকায় না। কারণ তারা জানে ঠকে যাওয়াটা কতটা কষ্টের।🙂


বর্তমানে আপনি যেই অবস্থায় আছেন সেটা অন্যের কাছে স্বপ্ন, তাই হতাশ না হয়ে শুকরিয়া আদায় করুন.!🤍

আলহামদুলিল্লাহ 🌸


তোমার চলে যাওয়া অজুহাত ছিলো নাকি পরিস্থিতি তা আমি জানি না আমি জানি তুমি নেই তুমি নেই তুমি ছিলে না কখনোই🥹🌸


যারা অসময়ে পাশে থাকে, তারা সুসময়ে পাশে থাকার যোগ্যতা রাখে...!🩵✨


তুমি যতই ভেঙ্গে পড়ো না কেন, তুমি সবসময় শুরু করতে পারবে এবং আগের চেয়ে ভালো থাকতে পারবে।🤍


একটু ভালোবাসার খোঁজ করতে গিয়ে নিজেকে কতোই না অপমান শিকার করাইলাম! 😅💔


রিযিক আপনাকে সারপ্রাইজ দিবে সবসময়। আপনি কখনোই বুঝতে পারবেন না কিভাবে, কোথা থেকে আপনার রিযিক চলে এসেছে। কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।🤍


একটা সময় পর মানুষের সমস্ত অভিমান তার নিজের উপর হয়।🙂🖤


পুরুষ মানুষের দুর্বলতা আর রাগ,এই দুটো জিনিসের ঔষধ নারীর ঠোঁট!🖤✨


সময় খুব খারাপ একটা জিনিস; কতো সুন্দর মূহর্ত আচমকা ধুপ করে নিয়ে চলে যায়! 🙂💔


মূহুর্ত সুন্দর করার জন্য অনেকেই এসেছিল, কিন্তু জীবন সুন্দর করার জন্য কেউ আসেনি!😅❤️‍🩹


দূরত্ব কখনও মানুষের প্রতি মায়া কমায় না, যে থাকার সে দূরে হলেও থেকে যায়।🖤🌸


যেখানে নিজের মূল্য নেই, সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নেওয়া টাই উত্তম।🖤


দুঃখ তোমার থাকবেই,

কারণ তুমি দুনিয়াতে আছো ,জান্নাতে না! 🤍



দায়িত্ব কোনো বয়স মানে না। অভাব আর পরিস্থিতিই দায়িত্ব নিতে শিখিয়ে দেয়। 🙂 🫡


কারো পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সব সময় পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন 😊💔


বছর বদলানোর আগেই কতো মানুষ বদলে গেলো!💔😅


পাহাড়ের মতো শক্ত হতে গিয়ে, ভেতরে ভেতরে 'নদীর মতো' ভেঙ্গে যাচ্ছি!😊💔


কোন কল নেই, টেক্সট নেই, কিছুই নেই কিন্তু এখানে আমি তোমার কথা ভাবছি!🙂🖤


Trust me ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব Better option পেলে সবাই ছে'ড়ে যায়.!😅💔


এমন একজন মানুষ থাকুক, যে কখনোই আমার প্রতি বিরক্ত হবেনা।☺️❤️


মস্তিষ্কে হাজারো কথা কিন্তু আমি শত চেষ্টার পরেও প্রকাশ করতে ব্যর্থ.! 🙂💔


যে অন্যের খুশি ছিনিয়ে নেই,, তার খুশির মেয়াদ ও বেশি দিন থাকে না !!! 😊💔


যে অবস্থায় আছি, বেচেঁ থাকাটাই যেন একটা যুদ্ধ!💔😅


কারোর ওপর বেশি নির্ভর হওয়া উচিত না, মানুষ 'নতুন মানুষ পেলে একসময় বদলে যায়! ♡


শান্তির ঘুম ছোটবেলায় আসতো, এখন তো শুধু ক্লান্ত হয়ে শুয়ে পড়ি! 🙂💔


বন্ধু বান্ধবের উন্নতি হজম করতে না পারলে পৃথিবীর কোন যুক্তিতেই আপনি ভালো মানুষ না।🤍


গন্তব্য যেহেতু মাটির নিচে ,তাহলে আমাদের এতো আকাশ ছোয়ার স্বপ্ন কেন !?😅🖤


ভিড়ের মাঝে দাঁড়িয়ে থেকেও একা হওয়া এক অদ্ভুত যন্ত্রনা,তবুও আমাদের বেঁচে থাকাটা ভীষণ জরুরী আমাদের বেঁচে থাকতে হয়!💔😅


পৃথিবীর সবচেয়ে বড় যু'দ্ধটা মানুষে মানুষে নয়! নিজের সাথে নিজের,Me vs Me Head vs Heart কেউ জানে না কেউ বুঝে না! নিরবে নিজের সাথে নিজের কত যু'দ্ধ চালিয়ে যাচ্ছে কত মানুষ প্রতিনিয়ত!❤️


ঐ যে বলেনা, সয়ে গেলে দুঃখটাই সুখ অমন সুখে আছি আর কি এখন!🙂


- কিছু মানুষ কখনোই আপন হয়না। এটা বুঝতে বুঝতে আমাদের অনেক সময় চলে যায়!🙂❤️


লাইফে এত্ত এত্ত 'অপ্রয়োজনীয়' মানুষ রাখার চেয়ে দুই একজন রাখা ভালো যাদের কে খুব দরকারের সময় পাওয়া যাবে,যারা অজুহাত দেখাবে না,যারা ডাবল ফেইস দেখাবে না,যাদের সাথে থাকলেই মন ভালো হয়ে যাবে! একশো স্বার্থপর মানুষ থাকার চেয়ে একজন স্বার্থহীন মানুষ থাকা ভালো ❤️


জোর করে কিছুই পেতে চাই না' না কারো সময়, সংঘ, মায়া, ভালবাসা কিছুই না 🙂💔


মানুষ আসলে একমাত্র টাকা হারিয়েই আফসোস করে মানুষ হারিয়ে না 🙂


দুনিয়াতে কারো কাছে কোনকিছু আশা করে সময় নষ্ট করবেন না। করলে কষ্ট পাবেন। যা চাওয়ার আল্লাহর কাছে চান। সীমাহীন পাবেন ইনশাআল্লাহ।


কাঁদাইস না রে জীবন, কারণ আমারে সান্ত্বনা দেওয়ার মত কেউ নাই.!💔😅


প্রচণ্ড মন খা'রাপ হলে ফোন দিয়ে দু চার মিনিট কথা বলার মানুষ যদি আপনার জীবনে না থাকে,তাইলে আপনি সত্যিই অনেক দুঃ'খী মানুষ!🖤🌸


"সুন্দর একটা মানুষ না খুঁজে,সুন্দর একটা মন খুঁজো "তাহলে ভালোবাসার সফলতা আসবে!'😊🌸🖤


আমি হারায় যাইতে পারি এই ভয় কারো হয়নাই, আমি কারো কথায় রাগ করতে পারি এই চিন্তাও কারো কখনো হয়নাই। আমি ছিলাম, সব সময়, মানুষেরা না চাইতেও! 🖤


হঠাৎ করেই আল্লাহ আপনাকে এতোটা খুশি করবেন যে! আলহামদুলিল্লাহ বলে খুশিতে কেঁদে ফেলবেন..!

ইন শা আল্লাহ 🖤 Fb Caption Bangla


আমার জন্য আমার আল্লাহ ই যথেষ্ট। প্রয়োজন নাই আর কারো। এটা মেনে নিতে পারলেই জীবনে আর কোন দুঃখ থাকে না। 🖤



দেখবেন পরিবারের যে সন্তানেরা বেশি এডজাস্ট করে সবকিছু মাথা পেতে নেয়, বেশি দায়িত্ব কাঁধে নেয়, সেই সন্তানেরাই জীবনে বেশিরভাগ ঠকে।🖤


মানুষ আমারে এমন ভাবে ভাঙে যেনও আমি কাঠের পুতুল,আমার ব্যথা লাগেনা!💔😅


যদি রানি হতে চাও তবে রাজাকে তার রাজ্য গড়ার আগমুহূর্ত পর্যন্ত পাশে থেকে যাও!🌸🖤


ভেতর থেকে একা হইয়্যা গেলে মানুষ উৎসবের ভীড়েও একলা থাকে!😊💔


পৃথিবীতে সবচেয়ে সুখি মানুষ সেই যার ভালোবাসার মানুষ তাকে বোঝে!✨♥️


এতো স্মৃতি, এতো আবদার, মানুষ কি করে ভুলে যায়!😊💔


সৌন্দর্য একটি নিয়ামত, সব থেকে সুন্দর হলো আপনার কথা-বার্তা, এর দ্বারা চাইলে কারো মন জিতে নিতে পারেন, আবার চাইলে কারো মন ভে'ঙেও দিতে পারেন!🖤


সে আমাকে কোনদিন পাওয়ার আশাই করেনি, আর আমি তাকে হারানোর ভ*য়ে পা*গলের মতো কাঁ*ন্না করছি!💔😅


জীবনে  টাকা-পয়সার থেকে মনে শান্তি থাকাটা অনেক বেশি জরুরী। দিন দিন ভালো থাকাটা হারিয়ে ফেলতেছি, সর্বক্ষণ অস্থির লাগে,যেন কোথাও শান্তি নেই, স্বস্তি নেই, ভালো লাগাটা নেই কোন কিছুতে..!🙂💔



মানুষ তো আশাতেই বাঁচে, তাই আমিও আশা নিয়েই আছি, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে!🤍

ইনশাআল্লাহ!🌸


কিভাবে বলবো আমার বুকের মধ্যে পাহাড়সমান কষ্টের

বোঝা,আমার দুঃখ শুনার একটা মানুষ নাই,আমি ধীরে ধীরে ত'লিয়ে যাচ্ছি কষ্টের সাগরে!


একাকিত্ব এবং নিজের পছন্দের মানুষটাকে অন্য আরেকজনের হতে দেখা, এর চেয়ে নি'র্মম শা'স্তি আর পৃথিবীতে নেই! যারা এর যে কোনো একটা ভোগ করছে তাদের আর অন্য কোনো বিপদের ভয় দেখিয়ে কোনো লাভ নাই! 😅


যাদের হারিয়ে যাওয়া অনিবার্য, তাদের সাথেই কেন জীবনের সেরা মুহূর্তগুলো কাটে?💔


রাগ করলে নাকি সম্পর্ক গভীর হয় আর আমি রাগ করলে সবাই আমাকে ছেড়েই চলে যায়!💔😅


এমন কাউকে বিয়ে করো, যার কাছে ভাতের অভাব হলেও,তোমার জন্য সময়-সম্মান যত্নের অভাব হবেনা ❤️


জীবন খুবই ছোট, মানুষকে ক্ষমা করুন, সাহায্য করুন, কৃতজ্ঞ থাকুন, ভালোবাসুন এবং হাসুন, দেখবেন সুখি থাকবেন!


মায়া মানুষকে বেহাইয়া,নির্লজ্জ, ছোটলোক বানিয়ে দেয়!'💔


সাদা মানে যদি সুন্দর হইতো,তাহলে কাচ্চির চেয়ে ভাতের দাম বেশি হইত! 🌸


আমি এমনিতে একজন আন্ডারস্ট্যান্ডিং  পারসোন কিন্তু রাগ উঠলে বুঝা বুঝির মায়েরেবাপ।


সব সমস্যার এই তিনটাই সমাধান! মেনে নাও, বদলে যাও, নয়তো ছেড়ে দাও!😊💔


অস্থির হওয়ার কিছু নেই' আল্লাহ যা করে ভালোর জন্যই করে! এখন মানতে কষ্ট''হলেও ধৈর্য্য ধরো আল্লাহ''সময় মতো সঠিকটা দিবে! ❤️‍🩹


লাইফের যে পর্যায়ে গেলে ফ্যামিলি বাদে, কোনো কিছুকে important মনে হয় না সেই পর্যায়ে আছি।'❤️


যত্ন করে রাখলে সবকিছুই সুন্দর থাকে; সেটা জিনিসপত্র হোক বা সম্পর্ক!❤️


 বাংলা  ফেসবুক ক্যাপশন


মানুষ বলে ভাগ্যে যা আছে তাই হবে আল্লাহ বলেন'তুমি আমাকে ডেকে দেখো "তোমার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা আমার আছে!🖤


তোমরা যারা ছোট আছো, ঘুমায়ে নাওও, বড় হওয়ার পর ঘুম আর কোনদিন পুরা হবে না!💔😥


কবরস্থানের দিকে তাকালে, মনে হয়! পৃথিবীর সব ‘আয়োজন’ বৃথা!


প্রেমে আনন্দ দেয় স্বল্প সময়, কিন্তু এর বেদনা বয়ে, বেড়াতে হয় আজীবন !!!  💔😄


মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে, দীর্ঘশ্বাস ফেলে আল্লাহকে মনের সব কথাগুলো বলতে অনেক ভালো লাগে। আলাদা একটা শান্তি। 😊🖤


চাঁদ আর তোমার মধ্যে বেশ মিল তুমি চাঁদের মতো দেখতেও, তুমি চাঁদের মতো দুরত্বেও!💜


নিজেকে আরো ধৈর্যশীল হতে হবে,সবকিছুতেই মন খারাপ করা যাবে না!🙂❤️‍🩹


ব্যাপারটা হচ্ছে, আপনি যখন একা থাকতে চাইবেন, তখন মানুষ আপনার প্রতি আগ্রহ দেখাবে। তবে আপনার যখন কারো প্রতি আগ্রহ জন্মাবে, ঠিক তখন আপনি একা হয়ে যাবেন-একদম একা!


ভুল মানুষের সাথে কখনো কারো দেখা না হোক, কথা না হোক, পরিচয় না হোক।💔🥹


আমি এখনো আমাদের পুরনো মেসেজগুলো দেখি শুধু তোমাকে অনুভব করার জন্য!😊💔


তোমাকে মনে পড়লেই দম-বন্ধ হয়ে আসে এ কথা কোনদিন তুমি জানবে না!😊💔


যারা রিলেশন নিয়ে বেশি সিরিয়াস হয়েছে, সৎ থাকতে চেয়েছে দিনশেষে তারাই বেশি ঠকেছে।😊💔


জীবন সবার জন্য এক না, আমাকে দেখো আমি সব যায়গাতেই 'অভাগা' 😊💔


কিছু স্মৃতি, কিছু সময়, আর কিছু মানুষকে জীবনে আগলে রাখতে জানতে হয়। সবসময় সবকিছু ছেড়ে দেওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ নয়! ❤️


দুঃখ গুলো আমার মায়ের মতো, অভিমান করে ঠিকই কিন্তু ছেড়ে যায় না !!! 😊💔


লাইফের যেই পর্যায়ে গেলে কোনো কিছু নিয়েই আর 'আগ্রহ' খুঁজে পাওয়া যায় না। নিজের প্রতি মায়া টায়া কিছু আসে না, সেই পর্যায়ে আছি!


সবকিছু একদিন ঠিক হোক বা না হোক, সবকিছু একদিন স্বাভাবিক হয়ে যায়। আমরা মানিয়ে নিতে নিতে অভ্যস্ত হয়ে যাই। জীবন সুন্দর।


হয়তো দেখা হবে কোন একদিন তোমার হাতটি থাকবে অন্য কারো হাতে ,আর আমি চেনা হয়েও থাকবো অচেনা মানুষের ভিড়ে)😅💔


মন যার সাথে থাকতে চায়, ভাগ্যে তার থেকে অনেক দুরে সরিয়ে নেয়!💔🥀


অক্টোবরের শেষ আর নভেম্বরের শুরু মাঝামাঝি সময়টাই; প্রিয় মানুষকে হারিয়ে ফেলার সংখ্যা বেশি!😊💔


মর্গের লাশ ও ততোটা ভয়ংকর হয় না যতটা টা না ভয়ংকর হয় বদলে যাওয়া মানুষ গুলা!😅🖤


তুমি বলেছিলে পুরো দুনিয়া উল্টে গেলেও তুমি আমাকে

ছেড়ে যাবে না, কিন্তু দুনিয়া উল্টে যায়নি উল্টে গেছো তুমি..!😅💔


ভালোবেসে হাত ধরলে,সে হাত সারাজীবন শক্ত করে ধরে রাখতে হয় 😌❤️


আল্লাহ দিতে দেরিও করেন না, তাড়াতাড়িও করেন না।আল্লাহ সঠিক সময়েই দিবেন, ইনশাআল্লাহ!🤍🌸


ভালোবাসার মানুষকে সারাজীবনের জন্য কাছে পাওয়ার সৌভাগ্য সবার হোক!🌸💗🖇️


যাকে হারানোর ভয়ে বুকের ভেতর উত্তাল সমুদ্র প্লাবিত হয়, তার স্মৃতিটুকু নিয়ে আমৃ-ত্যু/কাল বেঁচে থাকতে হয়। 🖤🌸


হাসির আড়ালে লুকিয়ে থাকা দুঃখে জর্জরিত এক রহস্যময় মানুষ আমি 😅💔


ক্ষুদ্র অভিমানে যে মানুষটা টুপ করে কেঁদে ফেলে একদিন হাজার অবহেলাতেও সে আর কাঁদেনা! কারণ, বিচ্ছেদ মানুষকে কংক্রিটের মতো শক্ত করে তোলে!'❤️


অবশেষে আমি ধীরে ধীরে মেনে নিচ্ছি যে, কেউ আমাকে সামলাতে পারবে না, আমি একা থাকার যোগ্য!💔


যে মানুষটার সাথে একটু কথা বললেই মন ভালো হয়ে যাবে, দেখবেন সেই মানুষ টা কথাই বলবে না!💔🌸


ভালো আছি' আর 'ভালোই আছি'!! এই শব্দ দুটির পার্থক্য যে মানুষটি কখনো বুঝতে পারেনা! আপনার অভিমান বুঝার ক্ষমতা,তার নেই!'💔🌸


যে গেছে এবং যার গেছে, এই দুইজন ছাড়া পৃথিবীতে একটা পাতারও কিছু যায় আসে না!'😊💔


যেখানে মুখের কথা'ই কাউরে বুঝাইতে পারি না,সেখানে মনের কথা বুঝানো তো বিলাসিতা...!💔😅


অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম কিছু ❤️😊


"_কি দরকার ছিলো এতোটা কাছে টেনে নেওয়ার, যখন উদ্দেশ্যে ই ছিল ছেড়ে চলে যাওয়ার _"😅


-ভালোবাসায় অপেক্ষা করাটা অনেকটা গুরুত্বপূর্ণ,যেখানে অপেক্ষা নেই সেখানে ভালোবাসা নেই!🙂


তুমি না আসলে হয়তো জানতেই পারতাম না, যে আমিও কাউকে এতটা ভালোবাসতে পারি। 🖤🌸


আজকাল যোগ্যতাসম্পন্ন মানুষের চেয়ে যোগ্যতাহীন মানুষেরাই দাপট বেশী দেখায়। কারণ যোগ্যতা কি জিনিষ তারা নিজেই জানে না।😅🖤


- তুমি আমার ক্লান্ত মস্তিষ্কে মিশে থাকা একগুচ্ছ ভালোবাসা..!🦋🌼


সবচেয়ে ভ-য়ংক-র জিনিস হলো ভুল মানুষের প্রতি মায়ায় পড়ে যাওয়া..!🙂💔


কেউ আপনার থেকে দূরে চলে গেলে আপনি চিন্তিত বা রাগান্বিত হবেন না, কারণ এটা আল্লাহ তায়ালার  পরিকল্পনা ছিল ।


প্রতি রাতে ঘুমাতে গেলেই বারবার মনে পড়ে, 'ভালো সময় আসবে কবে? একটা ভালো ঘুম হবে কবে? কতো অপেক্ষার পর আসবে সেই ভালো সময় ?'❤️‍🩹🌸


কিছু মানুষ 'ধরে রাখতে' ও শিখে নাই আবার 'ছেড়ে দিতেও' শিখে নাই! এর 'মাঝামাঝি'র ব্যাপার টা প্রচন্ড বাজে! 💔🌸


মানুষ ভুল মানুষের বেলায় খুব যত্নবান হয়, আর সঠিক মানুষের বেলায় খুব বেখেয়ালি হয়। 💔🙂


ভুল মানুষের সাথে কখনো কারো দেখা না হোক,

কথা না হোক, পরিচয় না হোক।❤️‍🩹


আমার কোনো দুঃখ নাই যা আছে অপূর্ণতা অভিযোগ আর নিজের প্রতি ঘৃ-ণা! 🖤


আমি জানি উপরওয়ালা সব দেখেন , ওনি জানেন বুঝেন সব। তবে কি আমার একাকিত্বতা তিনি দেখছেন নাহ?


❝আপনার অর্ধেক সৌন্দর্য আপনার কথা বলার পদ্ধতি থেকে আসে। আর বাকী অর্ধেক থাকে আপনার চ'রি!ত্রে। শরী'রে সৌন্দর্যের ভাগ খুবই কম। তাই কথা ও চ'রি!ত্র সুন্দর করুন। আপনি পৃথিবীর সেরা সুন্দরদের একজন হবেন।❞


হঠাৎ করে একদিন সব দোয়া কবুল হয়ে যাবে। সেদিন দুনিয়ার সুখী মানুষের তালিকা'তে সবচেয়ে উপরে থাকবো ইনশা'আল্লাহ।🌸🖤


সর্বদা আল্লাহর উপর আশা রাখুন, কারণ এই সমগ্র বিশ্বে আল্লাহ যত তাড়াতাড়ি সন্তুষ্ট হন তত তাড়াতাড়ি কেউ সন্তুষ্ট হয় না.!


শুনেছি তার খোঁজ নেবার মানুষ হয়েছে, তাইই আজ থেকে আমার ছুটি..!💔😅


কোনো কিছুই পার্মানেন্ট নয়। ঠিক তেমনি কোনো সমস্যাই চিরস্থায়ী নয়। সকল কিছুর সমাধান আল্লাহ তা'য়ালা ঠিকই করে দেন। কেবল সময়ের অপেক্ষা মাত্র! 🖤


মানুষ প্রশ্নের ব্যাখা খুঁজে,আর আমিতো জীবনেরই ব্যাখা খুঁজে পাই না!💔😅


তোমাকে নিজের করে রাখার এক আকাশ পরিমাণ শখ ছিল আমার...🥺❤️‍🩹


জগতের কোন দুঃখই কম না।ছোট দুঃখ, বড় দুঃখ সব দুঃখই সমান।😊💔


মানুষের পরিবর্তন মৃত্যুর মতোই, যেকোনো সময় হতে পারে 🌸🤍


যে নিজ থেকে শোধরায় না, সে কখনোই আপনার জন্য শোধরাবে না। সুযোগ একটা কিংবা হাজারটা দিন!🤍


তুমিটা হতে হবে নব্বই দশকের মতো, হাজারো মানুষের ভিড়ে যার নজর থাকবে শুধু আমার দিকে..!🖤✨


তার কি আছে না আছে এটা দেখে কাউকে সম্মান করি না, আমি মানুষকে সম্মান করি তার ব্যবহারে। 🖤✨


খারাপ লাগে সবচেয়ে বেশি  কখন জানেন? আমরা যখন শত চেষ্টা করার পরেও বুঝাতে পারি না,আমি কেমন মানুষ!💔😅


স্রষ্টা মানুষকে দুঃখ দিয়ে এইটা বুঝাইতে চায় যে শুধু আমার দিকেই আসো! দুনিয়া অস্থায়ী!❤️


"মানুষজন চেঞ্জ হবেই! খারাপ সময় আসবেই! দুনিয়া অশান্তির মনে হবেই! তবুও ভেঙ্গে পড়া যাবেনা৷ খারাপ সময়ের মতো ভালো সময় ও আসে। সব ই মেনে নিতে হবে, মানতেই হবে। জীবন ভয়ংকর রকমের সুন্দর!"🖤


যাকে অতিরিক্ত ভালোবাসবেন, তার অতি ক্ষুদ্র জিনিসও মারাত্মক কষ্ট দিতে সক্ষম।


দিন শেষে মানুষের বিশ্বস্ত একটা কাঁধ লাগে। হাত আঁকড়ে ধরে আমি আছি তো বলা একটা মানুষ লাগে। ভরসা করার মত একটা মানুষ লাগে।


আমি প্রতিদিন তোমাকে দেখিনা, কিন্তু প্রতিদিনই তোমাকে ভালোবাসি!🖤✨


দুজনেই বদলে গেছি, তুমি ইচ্ছে করে আর আমি বাধ্য হয়ে...!😅❤️‍🩹 Fb Caption Bangla


বিচ্ছেদ এর পরে'ও যে অপেক্ষা করে! সে ই জানে ভালোবাসা কতোটা কষ্টের। 💔😅


ছেলে হওয়া সত্ত্বেও যারা ধুমপান করে তারা পুরুষ এবং যারা ধুমপান করে না তারা মহাপুরুষ!'❤️🌸


পরিস্থিতি যেমনইই হোক...😶 যে তোমাকে ভালোবাসে হাজার ব্যস্ততার মধ্যেও সে তোমার জন্য সময় বের করবে ! ☺️💖


- মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। সামান্য একটু স্বার্থে আঘা'ত লাগলেই মানুষ পূর্বের সব উপকারের কথা ভুলে যায়!❤️


তোমার সাথে কথা বলার তীব্র ইচ্ছা থাকার পরেও বলতে পারিনা, হঠাৎ মনে পরে অধিকার হারানোর পর বিরক্ত করতে নেই..😔❤️‍🩹


মানুষের সাথে ঘনিষ্ঠতা বাড়তে নেই। কথা বলার অভ্যাস গড়তে নেই। মানুষ আসে, মানুষ স্মৃতি তৈরী করে, মানুষ কষ্ট দিয়ে হারিয়ে যায় 😅


তোমার থেকে একটুখানি য'ত্ন আর ভালোবাসা পাওয়ার লোভ আমার আজীবন থাকবে!💔😅


হতাশ হওয়ার কিছু নেই, ভালো সময় আসার আগের সময় টা খারাপ যায়। ইনশাআল্লাহ ভালো সময় আসবে।🤍


রাত তারাই জাগে যারা জীবনের সাথে হিসাবটা আজও মেলাতে পারেনি।💔😅


যে সারাদিন তোমার খোঁজ নেয়নি, সে তোমার খোঁজ রাতেও নিবেনা! ঘুমাও তুমি।💔🌸


লাইফের এমন পর্যায়ে আছি ফ্যামিলি বাদে অন্য কোনো কিছুকে ইম্পোর্টেন্ট মনে হয় না।🌸


আমার উপর দিয়া কি যাইতেছে এটা শুধু উপরওয়ালাই জানুক, মানুষ শুধু আমারে চুপচাপ দেখুক!🖤


যুগের পর যুগ চলে যাক, তারপরও আমাদের কখনো বি'চ্ছেদ না হোক!❤️🌸


তোমাকে দেখার এক অদ্ভুত লোভ আমাকে আজীবন দুঃখী করে রাখবে।😅


তুমি সুখ না হইয়া দুঃখ হও, তাও অন্যের না হইয়া আমার হও !🖤


আক্ষেপ করার মতো কিছুই নাই,বারবার যেটাই চাই সেটাই হারাই!💔😅


জন্মদিনের তারিখটা সোস্যাল মিডিয়া থেকে একবার "Only me" করে রাখো, পরিবার ছাড়া কেউ উইস করবে না।❤️🌸


কিছু মানুষ আপনার হৃদয়ে থাকতে পারে, কিন্তু আপনার জীবনে নয়..!😊💔


মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। সামান্য একটু স্বার্থে আঘাত লাগলেই মানুষ পূর্বের সব উপকারের কথা ভুলে যায়।


আম্মুর দিকে তাকিয়ে ভাবি এই

মানুষটা একদিন চলে গেলে আমার কি হবে !!! 💔😊 


বোকা মানুষ গুলো কারো কাছে সামান্য একটু গুরুত্ব পেলেই, তাকে আপনজন ভাবা শুরু করে।


এর থেকে বেশি কেমনে ভালোবাসতে হয় আমার জানা নেই


চোখের দেখাই নয়, মনের দেখায় ভালোবাসি! কাছে থাকো কিংবা দূরে, তোমার ভাবনায় হাসি


এই শহরে এতো ভীড় এর মধ্যেও প্রতি মুহূর্ত তার কথা মাথাই ঘুরতে থাকে


কষ্ট না থাকলে কেমনে বুঝতাম ভিতরে যে একটা হৃদয় আছে!


প্রিয় জিনিস পাওয়ার জন্য ধর্য্য ধরে রাখার যে ব্যাপার টা


নিজেকে অনেক ধর্যশীল হতে হবে সবকিছু নিয়ে মন খারাপ করলে হবে না


মানুষ এর বিশ্বাস ভেঙ্গ না!!! বেঁচে থাকার আশা ছেড়ে দেই


এই সল্প সময়ের জীবন আমরা কিনা সেই একজনের ভালোবাসায়-ব্যয় করে দিই


ছেড়ে চলে যাওয়া সহজ! কিন্তু রেখে যাওয়া স্মৃতি গুলো ভুলে যাওয়া সহজ নয়


যখন ছিলো তখন মূল্য দাউনি! এখন কেন ভালো আছে আমার কাছে মায়া বেড়ে গেছে? থাকতে কদর করনাই বুঝো এইবার হারানোর কষ্ট!


ছেড়ে যাওয়ার গল্প তো অনেক আছে! থেকে গিয়ে কয়জনেই বা প্রমাণ করতে পারে


Fb Caption Bangla With English Translate 


Sometimes it’s better to keep your love secret because once the words of the mind are revealed to untimely people. there is nothing like it before.

কখনো কখনো ভালোবাসার স্বীকারোক্তি অপ্রকাশিত ভালো, কারণ মনের কথা ভুল মানুষের কাছে একবার পপ্রকাশ পেলে কোন কিছুই আর আগের মত থাকে না।


Waiting is a sing of true love. Everyone can say love, But not everyone can prove that love by waiting

অপেক্ষা হল ভালোবাসার চিহ্ন, সবাই ভালবাসি বলতে পারলেও, ভালোবাসার জন্য অপেক্ষা করতে পারে না।


Cry as much as you want. But just make sure once you stop crying, you will never cry for the same reason again

আপনি যত খুসি কাদুন, কিন্তু নিশ্চিত করুন যে আওনি একবার কান্না থামালে, আপনি কখনই আর একই কারনে কান্না করবেন না।


When people walk away from you let them go. That dosen’t means they are bad people, that means their path in your story is over. You should move on too.

যখন মানুষ তোমার থেকে দূরে যেতে শুরু করবে তাদের যেতে দিও, এর মানে এই না যে তারা খারাপ। এর মানে তোমার গল্পে তাদের অংশ শেষ। তুমিও এইটা মেনে নাও।


After a while I gave up and laughed. Because I knew it was going to happen. There is exhaustion in laughter. The expression of anger fades. In the world, silence is taught by people who love.

একটা সময় পর হাল ছেড়ে দিয়ে হেসে উঠি। কারণ আমি আগে থেকেই জানতাম এমন টা হওয়ার কথা ছিল। হাসিতে ক্লান্ত থাকে। রাগের প্রকাশ সয়ে যায়। পৃথিবীতে নিরবতা ভালোবেসে মানুষ শিখায়।



Waiting is a sing of true love. Everyone can say love, But not everyone can prove that love by waiting

অপেক্ষা হল ভালোবাসার চিহ্ন, সবাই ভালবাসি বলতে পারলেও, ভালোবাসার জন্য অপেক্ষা করতে পারে না।


Someone came in my life, makes me feel special and then left me soon like I was nothing.

কেউ আমার জীবনে এসেছিল, আমাকে বিশেষ অনুভব করিয়েছে, আবার আমাকেই এমন ভাবে ছেড়ে গেছে যেন আমি কিছুই না।


Cry as much as you want. But just make sure once you stop crying, you will never cry for the same reason again

আপনি যত খুসি কাদুন, কিন্তু নিশ্চিত করুন যে আওনি একবার কান্না থামালে, আপনি কখনই আর একই কারনে কান্না করবেন না।

Fb Caption English


I already accepted everything but why I still feel the pain?


And the truth is that I never hate you for not love me, But I hate myself because I still loving you.


She knew I have no one to heal but still she left me.


When nothing is ok and everything is hurting you. But still you want the same person over and over.


You said you are mine and I said yes I am yours. Then Why am I alone today.


I let her go. Because she was in search of a perfect man and which I could not be.


He explained his pain but still got hurt. So he chose silence.


I don’t believe in promise anymore, because promise turn into sorry


Sometimes it feels better not to talk. At all. About anything. To anyone


The worst feeling ever is not knowing whether you should wait or give up


When your intentions are pure, you don’t lose anyone. They lose you


At this point I just want to hug someone and tell them how tired and drained I am


It’s not overreacting, we all have different sensitivity. If it hurts. It hurts


I’m fixing myself because I understand sometimes I am the problem too


We used to be excited about growing up but look at us now broken, lonely and tired of this world


Silent breakdowns, because no one knows how tired and exhausted I am


I passed my hardest moments alone while everyone believed I was fine


Deleting pics is one of my hardest decision in life because I’m such a memory keeper


Feeling the most disturbed inside, not knowing where and when the life is taking me.


Everyone changed but I can’t.


But some days are just heavy. Still It’s Hurts.    Fb Caption Bangla


English Caption For Facebook


Distance! That is my answer, No longer React.


Don’t stop the fickle among you, they are the most beautiful flowers in the garden


Believe it or not but _

Neither in spirit nor in blood, most relationships survive on money those day’s. 


Let’s meet next time in another universe, 


so that we don’t have to separate like we did here … 


I know i m selfish but i still want your happiness …. 


dear future self, hope you’re living the best life.


in time you’ll know why it went the way it did.


everything comes, some stays some leaves, that’s life.


pain really change people. some become cold, some become silent


once you realize life goes on you’ll be okay without anybody


at some point you gotta do what’s best for you.


time always exposes what you mean to someone.


watching your prayers become a reality is a beautiful thing.


you’ll never know how damaged a person is, until you try to love them


stop expecting and start accepting, life will be easy.


where do i run to, when home is no longer a home.


it’s never too late for a new beginning in your life.


if others are jealous, you are doing something right.


teach your heart to accept disappointments even from people you love.


be careful because people nowadays can act obsessed with you while cheating too.


slowly accepting the fact that life doesn’t always go the way we want.


hope you’re okay from all the pressure you’ve felt.


Be with someone who says I love you every night, and then proves it every day


One day, you and I are gonna wake up and be alright. Maybe not today, maybe not tomorrow but one day. One day. I promise you.”


Fb Caption English Post

It’s better to have standards and be single than to sacrifice your wants, needs and self-esteem just to say you’re in a relationship.


Love yourself so much that when someone treats you wrong, you recognize it.


Your body can literally reject someone’s energy. Your anxiety will start acting up anytime bad energy disturbs your spirit.


Listen to your body.


I hope you want to stay for a long time, because my heart really likes you.


Their effort will show you the position they want in your life. Not their words, promises or intentions…their effort.


To the woman I was, I love you. To the woman I am, I’m proud of you, To the woman I’ll be, I’m excited for you.


Some men focus more on how to get a woman, but once they have her, they lose focus on how to keep her


This chapter in my life is called:


Knowing my worth & acting accordingly. No more settling for less, I know what I deserve.


Life is hard but at least I have a supportive, loving and caring mom in my life.


People come and go. But the memories and pain remains.


And finally I accepted that no one is scared of losing me.


I already accepted everything but why I still feel the pain?


And the truth is that I never hate you for not love me, But I hate myself because I still loving you.


She knew I have no one to heal but still she left me.


When nothing is ok and everything is hurting you. But still you want the same person over and over.


You said you are mine and I said yes I am yours. Then Why am I alone today.


I let her go. Because she was in search of a perfect man and which I could not be.


He explained his pain but still got hurt. So he chose silence.


The feeling when you look yourself in the mirror and realize that how unlucky you are.


It hurts so bad but nothing I can do or say, So I accept the pain and healing it all alone.


and Karma is hitting me for hurting that one girl who give me all her love But I ended up breaking with her.


He is moved on but he start crying again and again when he remembered those days.


And I will burn every memory of you to ash until I forget the fire you ignited in me


This world is so quick to judge and too late to understand.


When i get hurt I am the worst


English Attractive caption


Another level of pain is when you are really tired of the situation and your brain gives you flashbacks.


pains grow when you don’t grow from the pain.


finally our journey ends here.


the night when i cried so hard and i begged to Allah to take me.


The hardest feeling when you are pretending everything is fine.


When they randomly come into your life when you are not looking for anyone effortlessly pulled you made you fall hard then left jus as easy.


Feeling the most disturbed inside, not knowing where and when the life is taking me.


Everyone changed but I can’t.


But some days are just heavy. Still It’s Hurts.


Distance! That is my answer, No longer React.

শেষ কথা 

আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত এইরকম  Fb Caption Bangla নিয়ে হাজির হয়ে থাকি, আপনাদের যাদের এইসব Fb Caption Bangla পসন্দ আপনারা আমাদের ব্লগ পোস্ট থেকে সরা সরি কপি করে ব্যাবহার করতে পারবেন। ধন্যবাদ। ব্লগ বিষয়ে আপনাদের কোন প্রশ্ন থাকলে  Contact Us লিংক এ ক্লিক করুন অথবা আমাদের সম্পর্কে আরও জানতে চাইলে ক্লিক করুন 

Post a Comment

0 Comments